ধর্মেন্দ্রর ‘ইক্কিশ’ নিয়ে অমিতাভের বিশেষ আয়োজন
পর্দার ‘জয়-বীরু’র সেই কালজয়ী বন্ধুত্ব আজও সিনেমাপ্রেমীদের হৃদয়ে অমলিন। শোলে সিনেমার সেই অকৃত্রিম ‘দোস্তি’র রেশ নিয়ে এবার জনপ্রিয় রিয়ালিটি শো ‘কৌন বনেগা ক্রোড়পতি’র (কেবিসি) মঞ্চে এক আবেগঘন পরিবেশ তৈরি করলেন শাহেনশাহ অমিতাভ বচ্চন। উপলক্ষ ছিল কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্রর শেষ সিনেমা ‘ইক্কিশ’-এর প্রচারণা।
সম্প্রতি এই বিশেষ পর্বের একটি প্রমো প্রকাশ্যে এসেছে, যেখানে দেখা যায় প্রিয় বন্ধু ধর্মেন্দ্রর স্মৃতিতে রীতিমতো আবেগপ্রবণ হয়ে পড়েছেন অমিতাভ। নতুন বছরে মুক্তি পেতে যাওয়া ‘ইক্কিশ’ ছবির প্রচারণায় যোগ দিয়েছিলেন পরিচালক শ্রীরাম রাঘবন, অভিনেতা জয়দীপ অহলওয়াট এবং অমিতাভ বচ্চনের নাতি অগস্ত্য নন্দা।
বিজ্ঞাপন
স্মৃতিচারণা করতে গিয়ে অমিতাভ বচ্চন বলেন, ‘ইক্কিশ ছবিটি আমাদের সবার কাছে এক অমূল্য সম্পদ। ধর্মেন্দ্র এমন একজন মানুষ, যিনি জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত শিল্পের সাধনা করে গিয়েছেন। তিনি কেবল আমার বন্ধুই নন, তিনি আমার পরিবারের একজন সদস্য। ধর্মেন্দ্র আসলে কোনো একজন ব্যক্তি নন, তিনি একটি আবেগ। আর আবেগ কখনো হারিয়ে যায় না, তা সারা জীবন আমাদের সাথে থাকে।’
বিজ্ঞাপন
অনুষ্ঠানে পরিচালক শ্রীরাম রাঘবন তার অভিজ্ঞতার কথা জানিয়ে বলেন, ‘আমি সত্যিই নিজেকে ধন্য মনে করছি যে ধর্মেন্দ্রর মতো একজন মহাতারকার সাথে কাজ করতে পেরেছি। ‘ইক্কিশ’ তার ক্যারিয়ারের শেষ কাজ হয়ে থাকবে, এটা আমার জন্য বড় পাওয়া।’
অভিনেতা জয়দীপ অহলওয়াটও কথায়, ‘এত বড় মাপের একজন অভিনেতা হওয়া সত্ত্বেও তার মাঝে কোনো অহংকার ছিল না। সবার সাথে অতি সহজেই মিশে যেতেন তিনি।’
এমআইকে