গত এপ্রিলে এক টুইটে বলিউড অভিনেতা অনুপম খের জানিয়েছিলেন তার স্ত্রী অভিনেত্রী-রাজনীতিবিদ কিরণ খের ব্লাড ক্যান্সারে আক্রান্ত। এরপর থেকে নানাভাবে চলতে থাকে কিরণের চিকিৎসা। প্রায় ছয় মাস পর অবশেষে জানা গেলো ক্যান্সারমুক্ত হয়েছে কিরণ। যোগ দিয়েছেন কাজেও।

কাজে ফেরার ছবি ইনস্টাগ্রামে পোস্টও করেছেন বর্ষীয়ান এই বলি-অভিনেত্রী। কিরণের করা ওই পোস্টে দেখা যাচ্ছে প্রিন্টেড সালোয়ার স্যুট পরে খোলা ল্যাপটপের সামনে মগ্ন হয়ে কোনো কাজ করছেন তিনি।

ছবিতে করা তার করা ক্যাপশন থেকে জানা যায় ভিডিও কলের মাধ্যমে বেশ কিছু অক্সিজেন প্ল্যান্ট অর্থাৎ অক্সিজেন উৎপাদক কেন্দ্রের উদ্বোধন করেছেন এই রাজ্যসভার সদস্য। আরও জানালেন পিএম কেয়ার্স ফান্ডের সাহায্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এদিন সারা ভারতে বেশ কিছু অক্সিজেন প্ল্যান্ট-এর উদ্বোধন করেছেন। পঞ্জাবের চণ্ডীগড়ে চারটি অক্সিজেন প্ল্যান্ট-এর উদ্বোধন হয়েছে। তার তরফে আরও জানানো হয়েছে ভার্চুয়ালি তিনি এই চারটির মধ্যে দু'টি অক্সিজেন প্ল্যান্ট-এর উদ্বোধন সেরেছেন।

কিরণের কাজে ফেরার খববে যারপরনাই খুশি তার অনুরাগীরা। উচ্ছ্বসিত তার স্বামী অনুপম খেরও। ছবির কমেন্ট ক্যাপশনে স্ত্রীয়ের উদ্দেশে লেখা তার 'ওয়েল ডান' কমেন্ট মন ছুঁয়েছে দর্শকদেরও।

উল্লেখ্য, ক্যান্সারে আক্রান্ত হওয়ার পর থেকে কিরণের স্বাস্থ্যের ব্যাপারে নেটমাধ্যমে মাঝেসাঝেই অনুরাগীদের আপডেট দিয়ে গেছেন তার ছেলে সিকন্দর খের। ক্যান্সার জয় করে কিরণ আবার কাজে ফেরায় আনন্দিত তার পরিবার।

আরআইজে