শাহরুখ খানের বড় ছেলে আরিয়ান খানের সঙ্গে মাদক বিষয়ে চ্যাট করে বিপাকে তরুণ অভিনেত্রী অনন্যা পাণ্ডে। এরই মধ্যে দুই দফায় তাকে জেরা করেছে ভারতের নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। শুধু তাই নয়, তার বাড়িতেও তল্লাশি চালানো হয়েছে।

সোমবার (২৫ অক্টোবর) পুনরায় এনসিবি দফতরে অনন্যাকে তলব করা হয়েছে। তবে কী বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে, সেটা জানা যায়নি। গুঞ্জন শোনা যাচ্ছে, তাকে গ্রেফতার করা হতে পারে।

মাদক মামলায় আরিয়ান খান গত ২ অক্টোবর থেকে বন্দী আছেন। তার সঙ্গেই মাদক নিয়ে হোয়াটসঅ্যাপে চ্যাটিং করেন অনন্যা। আরিয়ানকে গাঁজা সরবরাহের আশ্বাস দেন তিনি। এ কারণেই তাকে জিজ্ঞাসাবাদের আওতায় নিয়েছে এনসিবি।

প্রথম দফায় জিজ্ঞাসাবাদে অনন্যা দাবি করেন, তিনি মজার ছলেই গাঁজা দেওয়ার কথা বলেছেন। এমনকি গাঁজা যে মাদকের পর্যায়ে পড়ে, সেটাও নাকি জানেন না তিনি।

গত ২১ অক্টোবর অনন্যার বাড়িতে অভিযান চালায় এনসিবির ৬ সদস্যের একটি দল। প্রায় ৪ ঘণ্টার অভিযান শেষে তার ল্যাপটপ, মোবাইলসহ বিভিন্ন জিনিস জব্দ করা হয়। এরপর এনসিবি কর্তারা শাহরুখ খানের বাড়ি মান্নাতেও গিয়েছিলেন। তবে সেখানে মিনিট ১৫ থেকে বেরিয়ে যান।

উল্লেখ্য, গত ২ অক্টোবর মুম্বাই উপকূলে গোয়াগামী একটি প্রমোদতরী থেকে আরিয়ান খানসহ তা কয়েকজন বন্ধুকে আটক করে এনসিবি। এরপর জিজ্ঞাসাবাদ শেষে আরিয়ানসহ চারজনকে গ্রেফতার করা হয়। বারংবার আরিয়ানের জামিনের আবেদন করলেও সেটা গ্রাহ্য করেননি আদালত। তাই মুম্বাইয়ের আর্থার রোড জেলেই তার দিন কাটছে।

কেআই/আরআইজে