ঈদে মুক্তি পেয়েছে সিয়াম আহমেদ অভিনীত ‘শান’। পূজা চেরির সঙ্গে তৃতীয়বারের মতো জুটি হওয়া সিনেমাটির জন্য ভালোই সাড়া পাচ্ছেন এই নায়ক। ১১ মে সন্ধ্যায় রাজধানীর একটি হলে সিনেমাটি দেখেছেন মুক্তির অপেক্ষায় থাকা সিয়ামের আরও দুই সিনেমা ‘অপারেশন সুন্দরবন’ ও ‘অন্তর্জাল’-এর  কলাকুশলীরা।

এ সময় ‘শান’-এর নায়ক সিয়াম আহমেদ, প্রযোজক ও গল্পকার আজাদ খান, পরিচালক এম এ রাহিম, চিত্রনাট্যকার নাজিম উদ দৌলাও উপস্থিত ছিলেন। এ সময় ‘অপারেশন সুন্দরবন’ ও ‘অন্তর্জাল’ পরিচালক দীপংকর দীপন, ‘অন্তর্জাল’ সিনেমার প্রযোজক আরেফিন রুম্মন, শাহ আমীর খুসরু, নায়ক এবিএম সুমন, নায়িকা সুনেরাহ বিনতে কামাল, মাশরুর এনান এবং দুই সিনেমার আরও অনেকে উপস্থিত ছিলেন।

এই আয়োজন নিয়ে সিয়াম বলেন, ‘এভাবে যদি আমাদের কলিগরা আমাদের অনুপ্রেরণা দিতে আসেন তাহলে আমাদের মনটা ভরে যায়, বুকের সাহস অনেকখানি বেশি হয়ে যায়।’

‘অপারেশন সুন্দরবন’ ও ‘অন্তর্জাল’-এর পরিচালক দীপংকর দীপন বলেন, ‘শান-সিনেমায় সিয়ামের সফলতা উদযাপন এবং সিয়ামকে অনুপ্রেরণা দিতে আমাদের এই আয়োজন।

একসঙ্গে সিয়ামের ৩ সিনেমার কলাকুশলীরা

নায়ক এবিএম সুমন বলেন, ‘অ্যাকশন সিনগুলোতে সিয়াম দুর্দান্ত করেছে। সিয়াম অনেক ভালো মনের একজন মানুষ, ভালো কলিগ, আমি তার ক্যারিয়ারের উন্নতি কামনা করি।’

‘শান’ পরিচালক এম রাহিম বলেন, ‘এ পর্যন্ত আমরাই সবাইকে দাওয়াত দিয়েছি শানের বিভিন্ন আয়োজনে। দীপন দাদা যখন আমার সিনেমা দেখতে আমাকেই দাওয়াত দিল, তখন অন্যরকম একটা আনন্দ হয়েছে। এটা খুব ভালো উদাহরণ- আমি এই চর্চা বজায় রাখতে চেষ্টা করব।’

নায়িকা বিদ্যা সিনহা মিম ও নুসরাত ফারিয়া বর্তমানে দেশের বাইরে থাকায় এই আয়োজনে যোগ দিতে পারেননি, তবে সিয়ামকে তারা অভিনন্দন জানিয়েছে শান এর সফলতার জন্য।

উল্লেখ্য, ‘অপারেশন সুন্দরবন’ আগামী কোরবানির ঈদে এবং ‘অন্তর্জাল’ আগামী ডিসেম্বরে মুক্তির জন্য প্রস্তুতি নিচ্ছে। প্রথম সিনেমায় সিয়ামের বিপরীতে অভিনয় করেছেন নুসরাত ফারিয়া এবং দ্বিতীয়টিতে সুনেরাহ বিনতে কামাল।

আরআইজে