কলকাতার জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি। বাংলাদেশেও তার দারুণ পরিচিতি রয়েছে। ঢাকায় তিনি ‘যদি একদিন’ নামের সিনেমায় কাজ করেছেন। আবার যৌথ প্রযোজনার একাধিক সিনেমায়ও দেখা গেছে তাকে।

বাংলাদেশের প্রেক্ষাগৃহে শ্রাবন্তীকে সর্বশেষ ২০১৯ সালে দেখা গেছে। তিন বছর পর তিনি আবারও আসছেন এ দেশের সিনেমা হলে। এবারের প্রজেক্ট ‘বিক্ষোভ’। আগামী ১০ জুন মুক্তি পাচ্ছে সিনেমাটি।

ঢাকা পোস্টকে তথ্যটি নিশ্চিত করেছেন ‘বিক্ষোভ’ সিনেমার প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়ার কর্মকর্তা বাদল। তিনি জানান, ১০ জুন সিনেমাটির মুক্তির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইতোমধ্যে হল বুকিং শুরু হয়ে গেছে।

সিনেমার দৃশ্যে শান্ত খান ও শ্রাবন্তী

গেল ঈদে শাপলা মিডিয়ার ‘বিদ্রোহী’ সিনেমাটি শতাধিক হলে মুক্তি পেয়েছিল। এবার কতগুলো হলের লক্ষ্যে এগোচ্ছেন তারা? এ বিষয়ে বাদল বলেন, “সেভাবে টার্গেট নেই। যতগুলো হল পাওয়া যায়, সেগুলোতেই মুক্তি পাবে। তবে ঈদের মতো গড়পড়তা সব হলে ‘বিক্ষোভ’ মুক্তি দেবো না। বেছে বেছে ভালো হলগুলোতে দেবো।”

‘বিক্ষোভ’ সিনেমাটি পরিচালনা করেছেন শামীম আহমেদ রনি। এতে শ্রাবন্তীর সঙ্গে অভিনয় করেছেন শাপলা মিডিয়ার মালিক সেলিম খানের ছেলে শান্ত খান। এছাড়াও আছেন টলিউডের রজতাভ দত্ত, রাহুল দেব, বাংলাদেশের শিবা শানু, অমিত হাসানসহ অনেকে।

এটি নির্মিত হয়েছে নিরাপদ সড়ক আন্দোলনের প্রেক্ষাপটে। বছর খানেক আগে সিনেমাটির টিজার প্রকাশ হয়েছিল। এরপর গানও প্রকাশ করা হয়। এবার আসছে পুরো ‘বিক্ষোভ’।

কেআই