হাসপাতালে ভর্তি ছুটির ঘণ্টার পরিচালক
পরিচালক আজিজুর রহমান
দেশীয় সিনেমার কিংবদন্তি পরিচালক ‘ছুটির ঘন্টা’ খ্যাত আজিজুর রহমান গুরুতর অসুস্থ। তাকে কানাডার টরোন্টোর একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তার মেয়ে আলিয়া রহমান বিন্দি খবরটি নিশ্চিত করে জানান, ‘আমার বাবা এখন অসুস্থ। ফুসফুসে পানি চলে আসার কারণে তাকে মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) সকালে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সবাই আমার বাবার জন্য দোয়া করবেন।’
বিজ্ঞাপন
বগুড়ার সান্তাহারে ১৯৩৯ সালের ১০ অক্টোবর আজিজুর রহমানের জন্ম। স্থানীয় আহসানুল্লাহ ইনস্টিটিউট থেকে এসএসসি ও ঢাকা সিটি নাইট কলেজ থেকে এইচএসসি পাস করেন তিনি। পরে কমার্শিয়াল আর্টে ডিপ্লোমা করেছেন চারুকলা আর্ট ইনস্টিটিউট থেকে।
১৯৫৮ সালে আরেক কিংবদন্তি পরিচালক এহতেশামের সহকারী হিসেবে তিনি সিনেমা নির্মাণ শুরু করেন। তার পরিচালিত প্রথম সিনেমা ‘সাইফুল মুল্ক্ বদিউজ্জামাল’ মুক্তি পায় ১৯৬৭ সালে। ‘অশিক্ষিত’, ‘মাটির ঘর’, ‘জনতা এক্সপ্রেস’, ‘সাম্পানওয়ালা’, ‘ডাক্তার বাড়ি’, ‘গড়মিল’, ‘সমাধান’ প্রভৃতি দর্শকনন্দিত সিনেমারও পরিচালক আজিজুর রহমান।
বিজ্ঞাপন
আরআইজে