অধরা খান। ছবি: ঢাকা পোস্ট

বর্তমানে দুবাই ঘুরে বেড়াচ্ছেন অধরা খান। করোনার কারণে দীর্ঘদিন ঘরবন্দি ছিলেন ভ্রমণপ্রেমী এই চিত্রনায়িকা। তাই শুটিংয়ের বিরতি পেতেই দেশের বাইরে উড়াল দিয়েছেন তিনি। 

গত মাসে মুক্তি পেয়েছে অধরার প্রথম সিনেমা ‘পাগলের মতো ভালোবাসি’। এটির পরিচালক শাহীন সুমন। আসিফ নূরের সঙ্গে এতে জুটি বেঁধেছেন ঢালিউডের এই অভিনেত্রী। 

অধরা খান। ছবি: ঢাকা পোস্ট

ক্যারিয়ারে এখন পর্যন্ত দুটি সিনেমা মুক্তি পেয়েছে অধরা খানের। কিন্তু বিভিন্ন কারণে আটকে ছিল প্রথম সিনেমাটি। যার শুটিং হয় ২০১৬ সালে। অবশেষে চার বছর অপেক্ষা শেষ হয়েছে। 

‘পাগলের মতো ভালোবাসি’ মুক্তির প্রসঙ্গে অধরা ‘ঢাকা পোস্ট’কে বলেন, ‘প্রথম কাজের অনুভূতি সবসময় ভিন্ন। আমার দুটি সিনেমা এরইমধ্যে মুক্তি পেয়েছে। কিন্তু এটি মুক্তির আনন্দ বোঝানো যাবে না। করোনার পর দর্শকরা আবারও হলমুখি হতে শুরু করেছে। সিনেমাটির ভালো সাড়া পাচ্ছি। অনেকে ফোন করছেন। এছাড়া সামাজিক মাধ্যমেও শুভেচ্ছা জানাচ্ছেন।’

দুটি সিনেমার মুক্তির পর নিজের প্রথম সিনেমায় অভিনয় প্রসঙ্গে অধরা আরও বলেন, ‘‘ক্যামেরার সামনে প্রথম দাঁড়িয়েছিলাম ‘পাগলের মতো ভালোবাসি’ দিয়ে। স্বাভাবিকভাবে অনেক ভুল ছিল। সেগুলো নিজেই বুঝতে পেরেছি। চেষ্টা করেছি পরের কাজগুলোতে অভিনয়ের উন্নতি করার। বাকিটা দর্শকরা মূল্যায়ন করবে।’’

‘পাগলের মতো ভালোবাসি’ সিনেমার পোস্টার

ঘোরাঘুরি শেষে শিগগিরই দেশে ফিরবেন অধরা। দুবাই থেকে এই প্রসঙ্গে বলেন, ‘অনেকদিন কোথাও যাওয়া হচ্ছে না। তাই কাজের বিরতিতে ঘুরতে চলে এসেছি। খুব বেশিদিন থাকা হবে না। দেশে ফিরেই শুটিংয়ে ব্যস্ত হয়ে যাব।’

ক্যারিয়ার প্রসঙ্গে অধরা বলেন, ‘ভালো একটি কাজের ইচ্ছা তো সবারই থাকে। দিন শেষে একটি ভালো সিনেমা আমাকে বাঁচিয়ে রাখবে। চেষ্টা করি গল্প বুঝে চুক্তিবদ্ধ হওয়ার। আলোচনায় নয়, ভালো সিনেমায় থাকতে চাই। সেই পথেই এগোচ্ছি।’

অধরা খান দেশে ফিরে অংশ নেবেন ‘গিভ অ্যান্ড টেক’-এর শুটিংয়ে। এছাড়াও ‘উম্মাদ’ ও ‘কোভিড ১৯ বাংলাদেশ’ সিনেমাগুলোর বাকি অংশের শুটিংয়েও যোগ দেবেন তিনি।

এমআরএম