আগের ম্যাচেই ১৫ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে বিশ্বকাপের মূল পর্বে ম্যাচ জিতেছে বাংলাদেশ। নেদারল্যান্ডকে হারানোর সেই সুখ স্মৃতি নিয়েই বৃহস্পতিবার (২৭ অক্টোবর) সকাল ৯টায় এবারের টি-২০ বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। সিডনি ক্রিকেট গ্রাউন্ডে এই ম্যাচে টাইগারদের প্রতিপক্ষ শক্তিশালী দক্ষিণ আফ্রিকা। তবে ম্যাচটিকে ঘিরে জয়ের স্বপ্ন বুনছে সাকিব আল হাসানের দল!

এই ম্যাচ নিয়ে নিজের প্রত্যাশা ও ভাবনার কথা জানিয়েছেন টাইগার ক্রিকেটের একনিষ্ঠ ভক্ত ও ঢাকাই সিনেমার সময়ের জনপ্রিয় নায়ক সিয়াম আহমেদ। ‘পোড়ামন’ তারকা বলেছেন এই ম্যাচে জিততে হলে বাংলাদেশের ব্যাটসম্যানদের বড় রান করতে হবে।

সিয়াম বলেন, ‘সাম্প্রতিক সময়ে বাংলাদেশে দলের পারফরমেন্সে দর্শক হিসেবে আমি অতৃপ্তির মধ্যে আছি। ফলে আজকাল প্রত্যাশা নিয়ে খেলা দেখি না। নিজের মধ্যে উত্তেজনাও কম রাখি। বরং চাওয়া থাকে আমরা দলটা যেন সত্যিকার অর্থে ফাইট দিতে পারে। নিজেদের সেরাটা খেলতে পারে। বেশি প্রেশার নিয়ে খেলা দেখলে হারার পর বেশি খারাপ লাগে। যেদিন দল বেশি খারাপ করে আমার সেই দিনটিও খারাপ যায়।’

এবারের বিশ্বকাপে প্রথম ম্যাচে জয়ের পর নিজের মনের অবস্থার কিছুটা পরিবর্তন হয়েছে বলেও জানান ‘শান’ তারকা, ‘প্রথম ম্যাচে বাংলাদেশের জয়টা দরকার ছিলো। হোক সেটা নেদারল্যান্ড, কিন্তু হারতে থাকা বাংলাদেশের জন্য এই জয়টা খুবই জরুরি ছিলো। আমার বিশ্বাস এই জয় বাংলাদেশের পুরো টিম স্পিরিট বদলে দেবে। বৃহস্পতিবার তারা জয়ের জন্যই মাঠে নামবে।’

দক্ষিণ আফ্রিকাকে হারাতে হলে বাংলাদেশের ব্যাটসম্যানদের বড় রান করতে হবে বলেও মত দেন সিয়াম। তার কথায়, ‘অনেক দিন ধরেই আমাদের ব্যাটসম্যানরা রান পাচ্ছেন কম। এই ম্যাচ জিততে হলে সবাইতে জ্বলে উঠতে হবে, বড় রান করতে হবে। একইসঙ্গে স্ট্রাইক রেটের দিকেও নজর দিতে হবে।’

বাংলার বোলারদের কাছ থেকে কেমন প্যারফরমেন্স চান সেটাও জানিয়েছেন সিয়াম। বলেন, ‘গত ম্যাচে তাসকিনসহ পেস ইউনিট যেভাবে জ্বলে উঠেছিল সেটা এই ম্যাচেও অব্যাহত থাকুক এটাই আমার চাওয়া। স্পিনারদের কাছ থেকেও ভালো সাপোর্ট লাগবে। সঙ্গে ফিল্ডিংটা ঠিক মতো হলে এই ম্যাচে বাংলাদেশের পক্ষে জেতা সম্ভব।’

আরআইজে