চলচ্চিত্র নির্মাতা, গীতিকার ও কবি মাসুদ পথিক। সম্প্রতি নিজের লেখা গান নিয়ে ব্যতিক্রমী একটি উদ্যোগ নিয়েছেন। আগামী দুই বছরে ১০০ গান উপহার দেবেন তিনি।

এ প্রসঙ্গে মাসুদ পথিক ঢাকা পোস্টকে জানান, কোনো রকম বাণিজ্যিক চিন্তা-ভাবনা থেকে নয় বরং মনের ক্ষুধা মেটানোর জন্যই তার এই আয়োজন। তার লক্ষ্য আগামী দুই বছরে ১০০ গান প্রকাশ করা।

রবিবার (২০ নভেম্বর) মুক্তি পেয়েছে মাসুদ পথিকের লেখা ও সুরে ‘ভেজা শালিক’ ও ‘যদি তুমি বলো’ গান দুটি। মুশফিক লিটুর সংগীতায়োজনে ‘ভেজা শালিক’-এ কণ্ঠ দিয়েছেন সম্পা দাস ও ‘যদি তুমি বলো’তে তাহমিনা জাদিদ। ইউটিউব চ্যানেল ‘ব্রাত্য ক্রিয়েশন’-এ পাওয়া যাবে গানগুলো। ১০০ গানের তালিকায় এ দুটো গানও রয়েছে।

জাতীয় পুরস্কারপ্রাপ্ত এ নির্মাতা বলেন, “গানগুলোর কথা অনেক দিন ধরেই লেখা ছিল। হারিয়ে যেন না যায় তাই এই উদ্যোগ। ‘ব্রাত্য ক্রিয়েশন’ থেকে ধীরে ধীরে আরও গান আসবে। আপাতত লিরিক্যাল ভিডিও প্রকাশ করছি। মানুষ শুধু ভিডিও দেখবে সেটা আমার পছন্দ নয়। আমি চাই তারা আমার গানের কথাও বুঝুক।”

কেএইচটি