শনিবার (১০ ডিসেম্বর) দিবাগত রাতে শেষ চারের লড়াইয়ে মরক্কোর সঙ্গে হেরে বিশ্বকাপ থেকে ছিটকে গেছে ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগাল। নিজের শেষ বিশ্বকাপের স্বপ্নটা আরও বড় ছিল সিআরসেভেনের। এখানেই থামতে হবে ঘুণাক্ষরেও ভাবেননি রোনালদো, ভাবেননি তার ভক্তরাও। অশ্রু ঝরেছে রোনালদোর চোখে। তা দেখে হৃদয়ে রক্তক্ষরণ ঘটেছে ফুটবলপ্রেমীদের।

পর্তুগালের এমন বিদায়ে অনেকেই দুষছেন কোচ ফার্নান্দো সান্তোসকে। অনেকের ধারণা অনেকটা ব্যক্তিগত জেদের বশেই তিনি রোনালদোর মতো খেলোয়াড়কে সাইড বেঞ্চে বসিয়ে রেখেছেন। অথচ প্রথম থেকে রোনালদো খেললে ফলাফল অন্যরকমও হতে পারত মনে করছেন তারা। যেমনটা ভাবছেন ঢাকাই সিনেমার উঠতি তারকা জাহারা মিতু।

পর্তুগালের বিদায়ে তিনি কাঠগড়ায় দাঁড় করালেন কোচ ফার্নান্দো সান্তোসকে। নিজের ফেসবুক দেয়ালে এদিন ক্ষোভ ঝাড়েন মিতু। লেখেন, ‘ইগো মানুষের জন্য কতটা ক্ষতিকর হতে পারে তার আরেক উদাহরণ আজকের ম্যাচ। একজন কোচের কাছে দেশের চাইতে বড় তার ইগো হতে পারে?’

পর্তুগালের আজকের এ অবস্থানে আসার পেছনে বড় ভূমিকা রোনালদোর। একথা স্মরণ করিয়ে তিনি বলেন, ‘পর্তুগালকে ফুটবলের ফেভারিট হিসেবে বিশ্ব দরবারে চিনিয়েছে এই সিআরসেভেন। আমরা তো পর্তুগালের খেলার ভক্ত নই, আমরা রোনালদোর ভক্ত। অথচ রোনালদোর আজকের এই কান্না শুধু বিশ্বকাপ থেকে ছিটকে পড়ার কান্না নয়, এই কান্নায় ছিল অপমান।’

সুইজারল্যান্ডের বিপক্ষে ম্যাচের কথা টেনে আনেন তিনি। তার ভাষায়, ‘যদি দেশের দরকার না হতো, হয়তো রোনালদো সাইড বেঞ্চে বসে না থেকে সেদিনই দল থেকে বের হয়ে যেত।’

রোনালদোর প্রতি ভালোবাসা জানিয়ে তার সংযোজন, ‘কখন, কোথায় রাগের বশে আমরা নিজেদের কত বড় ক্ষতি করি নিজেরাই আসলে বুঝতে পারি না। তুমি সেরাই থাকবে রোনালদো। আমরা তোমাকেই ভালোবাসব।’

উল্লেখ্য, কিছুদিন আগে ‘আগুন’ সিনেমার শুটিং শেষ করেছেন জাহারা মিতু। এতে তার বিপরীতে রয়েছেন শাকিব খান। এছাড়া সম্প্রতি সরকারি অনুদানপ্রাপ্ত সিনেমা ‘জয় বাংলা’র ট্রেলার প্রকাশ পেয়েছে এই নায়িকার। কাজী হায়াৎ পরিচালিত সিনেমাটিতে তার বিপরীতে অভিনয় করেছেন বাপ্পী চৌধুরী।

কেএইচটি