একুশে পদকপ্রাপ্ত অভিনেতা এস এম মহসীনের করোনায় আক্রান্তের খবর এরইমধ্যে প্রকাশ পেয়েছে গণমাধ্যমে। এবার জানা গেল তার শারীরিক অবস্থা বেশ জটিল। মারাত্মকভাবে ফুসফুসে সংক্রমিত হয়ে পড়েছে।

এস এম মহসীনকে বর্তমানে বারডেম হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। এ মুহূর্তে অভিনেতার জন্য জরুরি প্লাজমা প্রয়োজন।

খবরটি নিশ্চিত করেছেন নির্মাতা অনিমেষ আইচ। সামাজিক মাধ্যমে তিনি লিখেছেন, ‘শিল্পী এস এম মহসীন করোনায় আক্রান্ত হয়ে ক্রিটিকাল অবস্থা পার করছেন। সবাই এই ভালো মানুষটির জন্য দোয়া করবেন। তিনি বর্তমানে শাহবাগ বারডেম হাসপাতালে আছেন। তার জন্য জরুরি ভিত্তিতে A+ প্লাজমা প্রয়োজন।’

তিনি আরও জানান, যারা প্লাজমা দিতে আগ্রহী তারা ০১৭১৭৯৪২৪০৩ ও ০১৭১১৯৭৯১৮৯ নাম্বারে যোগাযোগ করুন।

সম্প্রতি পাবনায় ওয়াজেদ আলী সুমন পরিচালিত ‘অন্তরাত্মা’ ছবির শুটিংয়ে অংশ নিয়েছিলেন এস এম মহসীন। সেখান থেকে ফেরার পর তার শরীরে করোনার উপসর্গ দেখা দেয়। এরপর পরিবারের সদস্যরা তাকে হাসপাতালে ভর্তি করান।

উল্লেখ্য, চার দশকের বেশি সময় ধরে মঞ্চ ও টেলিভিশনে অভিনয় করছেন এস এম মহসীন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্য বিভাগ অনুষদের সদস্য হিসেবেও কাজ করেছেন তিনি। জাতীয় থিয়েটারের প্রথম প্রকল্প পরিচালক হিসাবে যুক্ত ছিলেন এই অভিনেতা। দীর্ঘদিন পালন করেছেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরিচালকের দায়িত্ব।

এমআরএম