সারাদেশে ১৫৩টি হলে শুক্রবার (১৩ অক্টোবর) মুক্তি পেয়েছে ‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমা। মুক্তির পর থেকেই দর্শকমহলে দারুণ সাড়া ফেলেছে এই সিনেমা। শুধু দর্শকই নয়, প্রেক্ষাগৃহে ছবিটি উপভোগের পর আবেগাপ্লুত হয়েছেন তারকারাও। 

বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর এসকেএস টাওয়ারে অনুষ্ঠিত প্রিমিয়ার শো‌তে হাজির হয়েছিলেন অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। এসময় সিনেমাটি দেখে বের হয়ে সাংবাদিকদের ক্যামেরার সামনেই কান্নায় ভেঙে পড়েন তিনি। 

কেমন ছিল ‘মুজিব: একটি জাতির রূপকার’ দেখার অভিজ্ঞতা, এমন প্রশ্নে বারবার আবেগাপ্লুত হয়ে পড়েন এই অভিনেত্রী। এসময় নিজেকে সামলে বলেন, ‘‌খুবই ভালো ছবি। আমি খুব ইমোশনাল হয়ে পড়েছি। কথা বলতে পারছি না। সবার অভিনয় খুব ভালো। জাতির পিতাকে নিয়ে ছবি তাই খুব ইমোশনাল হয়ে পড়েছি। বিশেষ করে শেষটাতে ভয়ানক অনুভূতি হয়েছে।’

পর্দায় শেখ হাসিনার চরিত্রে নুসরাত ফারিয়া

একই সময়ে চিত্রনায়িকা নিপুণ আক্তার বলেন, ‘দেখতে পাচ্ছেন আমার চোখ থেকে পানি পড়ছে। শেষটা দেখে আর কিছু বলতে পারছি না। আমাদের এই প্রজন্মের কাছে অনুরোধ সবাই সিনেমাটা দেখবেন। আজ আমরা শিল্পী সমিতির সবাই ভাগ্যবান যে আমরা আসার পর এমন একটি সিনেমা মুক্তি পেল। এখন থেকে মনে হচ্ছে আমরাও পারব। আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের সিনেমা আরও প্রসারিত হবে সেই বিশ্বাস রাখি।’

চিত্রনায়িকা নুসরাত ফারিয়া সিনেমাটি দেখেন তার মাকে নিয়ে। সেই কথা উল্লেখ করে এই তারকা বলেন, ‘প্রথমবার আমার কোনো সিনেমা মাকে নিয়ে দেখলাম। খুবই ইমোশনাল হয়ে গেছি। একটি সিনেমা দেখে বের হয়ে এমনটা অনুভব কখনো হয়নি।’

কণ্ঠশিল্পী কণা বলেন, ‘সত্যি কথা বলতে, প্রত্যাশার চেয়েও বেশকিছু পেলাম। সিনেমাটা পুরো সিনেমার মতো হয়েছে। যেখানে হাসি-ঠাট্টা, বেদনা রয়েছে। আর আবহ সঙ্গীত বেশ দারুণ লেগেছে। আর শেষ দৃশ্য দেখে আমি কান্না ধরে রাখতে পারিনি। এটুকুই বলব।’

সিনেমায় বঙ্গবন্ধুর চরিত্রে চিত্রনায়ক আরিফিন শুভ

শুধু তারকারাই নয়, দর্শকদের ক্ষেত্রেও দেখা গেছে একই চিত্র। ‘মুজিব’ সিনেমায় জাতির জনকের চরিত্রে অভিনয় করেছেন আরিফিন শুভ। প্রেক্ষাগৃহে সিনেমা দেখে এই তারকাকে কাছে পেয়ে তাকে জড়িয়ে ধরে কাঁদতেও দেখা গেছে দর্শকদের। 

খ্যাতিমান পরিচালক শ্যাম বেনেগাল পরিচালিত বাংলাদেশ-ভারতের যৌথ প্রযোজনায় নির্মিত এই সিনেমাটি এখন পর্যন্ত যারাই দেখেছেন প্রশংসা করেছেন। বিশেষ করে মুক্তিযুদ্ধকালীন বঙ্গবন্ধুর পরিবারের বন্দিজীবন, ‘৭৫-এর ১৫ আগস্ট রাতে সপরিবারে মুজিবকে হত্যার দৃশ্য কাঁদিয়েছে দর্শকদের।

এনএইচ