একসময়ে অভিনয়ে ব্যস্ত সময় পার করলেও এখন উপস্থাপনায় বেশি সময় কাটাতে দেখা যায় অভিনেতা, নির্মাতা ও উপস্থাপক শাহরিয়ার নাজিম জয়কে। 

তারকাদের নিয়ে বিভিন্ন সময়েই নানা অনুষ্ঠানের আয়োজন করেন তিনি। এমনকি অভিনেতা-অভিনেত্রীদের ব্যক্তিগত জীবন সম্পর্কেও মন্তব্য করতে দেখা গেছে জয়কে। এসব নিয়ে বরাবরই আলোচনা-সমালোচনার সৃষ্টি করেন তিনি। 

শোবিজ অঙ্গনের এই তারকাকে নিয়েই সম্প্রতি একটি টেলিভিশন সাক্ষাৎকারে হাজির হয়ে মুখ খুলেছেন ঢালিউড কুইন অপু বিশ্বাস। যেখানে জয়কে সতর্ক করে কিছু বার্তা দিয়েছেন তিনি। 

অপু বিশ্বাস বলেন, ‘জয় ভাই, শোবিজ অঙ্গনকে নেতিবাচকভাবে উপস্থাপন করছে।’ কীভাবে? এই নায়িকার ভাষায়, ‘উনি কোনো স্পন্সারশিপ নিয়েছে, তাদেরকে বা একজনকে খুশি করতে এই কাজটা করছে।’

এই নায়িকা বলেন, ‘সবকিছুরই একটি নিয়ম আছে। উনি (জয়) জোরজবরদস্তি করেন। মাঝে মাঝে কিছু বিষয় থাকে যা বলা যায় না, কিন্তু তিনি সেখানেও জোর করেন। এটা তার একটা বদঅভ্যাস।’

এসময় জয়কে উদ্দেশ্য করে অপু বিশ্বাস বলেন, ‘আপনি নিজে একজন নায়ক। আমার সঙ্গেও অভিনয় করেছেন। অথচ আমাকে নিয়েও হাসাহাসি করেছেন। অথচ আমি আপনার সম্পর্কে সবকিছু জানি। আপনার যে বিভিন্ন নায়িকার সঙ্গে সম্পর্ক ছিল, সেসব বলি? আমার কাছে কাগজপত্রও আছে। আমি কি সব বলবো?

সবশেষ জয়ের উদ্দেশ্য অপুর বার্তা, ‘অনুষ্ঠান করেন আপনার মেধা-বুদ্ধি দিয়ে। কাউকে খুশি করতে গিয়ে তারকাদের ছোট করবেন না। এটা আপনার দরকার নেই।’

এনএইচ