জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২২–এ  সেরা গীতিকারের পুরস্কার পাচ্ছেন রবিউল ইসলাম জীবন। রায়হান রাফি নির্মিত ‘পরাণ’ সিনেমার ‘ধীরে ধীরে’ গানের জন্য জন্য পুরস্কার পাচ্ছেন তিনি। গানটি গেয়েছেন যৌথভাবে ইমন চৌধুরী ও লুইপা। আজ (মঙ্গলবার) উপসচিব মো. সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এমন তথ্য জানিয়েছে তথ্য মন্ত্রণালয়। 

জীবন, যখন সেরা গীতিকারের পুরস্কার প্রাপ্তির খবরটা পেলেন তখন তিনি নিজ বাসায় বাংলাদেশের ম্যাচ উপভোগ করছিলেন। ঢাকা পোস্টকে সেই মুহূর্তের অনুভূতি জানিয়ে তিনি বলেন, ‘টিভিতে বাংলাদেশের খেলা দেখছিলাম। আরও একটি ম্যাচে টাইগারদের ব্যর্থতায় মন খারাপ ছিল। এমন সময়েই এক ভাই ক্ষুদেবার্তায় পুরস্কার প্রাপ্তির খবরটি জানায়। এই অনুভূতিটা আসলে ভাষায় প্রকাশ করার মতো নয়। আমি সকলের প্রতি কৃতজ্ঞতা জানাই।’

প্রথমে কার সঙ্গে শেয়ার করেছেন এই সুখবরটা? জীবন জানালেন, ‘মা-কে ফোন দিয়েছিলাম। এরপর ছোট ভাইকে জানালাম। আর আমার স্ত্রী-সন্তান পাশেই ছিল। খুশির খবরটা সর্বপ্রথম পরিবারের মানুষকেই জানাই।’

এই গায়ক জানালেন, ‘ধীরে ধীরে’ গানটি লেখার সময়েই তিনি আশাবাদী ছিলেন। জীবনের ভাষায়, ‘প্রত্যাশা ছিল, সেটাই সত্যি হল। গানটি যখন লেখা শেষ করলাম, তখনই মনে হয়েছিল এটা আমাকে ভালো কিছু উপহার দিবে।’

এ বছর শ্রেষ্ঠ চলচ্চিত্রের পুরস্কার যুগ্মভাবে পেয়েছে ‘কুড়া পক্ষীর শূন্যে উড়া’ ও ‘পরাণ’। প্রধান চরিত্রে শ্রেষ্ঠ অভিনেতা হয়েছেন সুচিন্ত্য চৌধুরী (চঞ্চল চৌধুরী)। ‘হাওয়া’ সিনেমায় অভিনয়ের জন্য তিনি এই পুরস্কার পেয়েছেন।

আর প্রধান চরিত্রে শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন জয়া আহসান ও রিকিতা নন্দিনী শিমু। যথাক্রমে ‘বিউটি সার্কাস’ ও ‘শিমু’ সিনেমার জন্য তারা এ পুরস্কার পেয়েছেন।

এছাড়া পার্শ্ব চরিত্রে শ্রেষ্ঠ অভিনেতা হয়েছেন মোহাম্মদ নাসির উদ্দিন খান, শ্রেষ্ঠ অভিনেত্রী হয়েছেন আফসানা করিম (আফসানা মিমি)। ‘পরাণ’  ও ‘পাপ-পুণ্য’র জন্য তারা এ সম্মানে ভূষিত হয়েছেন।

এনএইচ