প্রথমবারের মতো জনপ্রতিনিধি হিসেবে জাতীয় সংসদের অধিবেশনে অংশগ্রহণ করেছেন চিত্রনায়ক ফেরদৌস আহমেদ। মঙ্গলবার (৩০ জানুয়ারি) মহান সংসদে গিয়েছেন এই তারকা। 

সংসদ সদস্য হিসেবে নিজের এই অভিজ্ঞতাকে ফেরদৌস সম্বোধন করেছেন, জীবনের নতুন অধ্যায় হিসেবে। একইসঙ্গে নিজের ‘নার্ভাস’ হওয়ার বিষয়টিও জানিয়েছেন এই তারকা। 

আজ মঙ্গলবার বিকাল ৩টায় সংসদ অধিবেশন শুরু হয়। অন্যান্য সংসদ সদস্যদের সঙ্গে ফেরদৌস আহমেদও প্রথম অধিবেশনে অংশগ্রহণ করেছেন। সংসদের অধিবেশন কক্ষে গিয়ে সেলফিও তুলেছেন তিনি।

সেই ছবি ফেসবুকে পোস্ট করে সকলের কাছে দোয়া চেয়েছেন এই তারকা। এরপর উপস্থিত সাংবাদিকদের ফেরদৌস বলেন, ‘মানুষের ভালোবাসা ছাড়া এ পর্যায়ে আসা সম্ভব হতো না। চেষ্টা করব আমার এলাকার মানুষের সমস্যার কথা ও আশা আকাঙ্ক্ষার বিষয়গুলো সংসদে তুলে ধরার। আমি আমার সর্বস্ব দিয়ে চেষ্টা করব মানুষের জন্য কল্যাণকর কিছু করার।’

এসময় জাতির পিতা শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্মরণ করেন ফেরদৌস। কৃতজ্ঞতা জানান তাদের প্রতি। 

উল্লেখ্য, চিত্রনায়ক ফেরদৌস আহমেদ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১০ আসনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে অংশগ্রহণ করেছিলেন। নির্বাচনে বিপুল ভোটে জয়ের পর প্রথমবারের মতো সংসদেও পা রাখলেন তিনি। 

এনএইচ