চিত্রনায়িকা অপু বিশ্বাসের মা শেফালী বিশ্বাসের মৃত্যুর পাঁচ বছর পূর্ণ হলো। তাই এখনও মায়ের অনুপস্থিতি মেনে নিতে পারেন না এই নায়িকা। সম্প্রতি সামাজিক মাধ্যমে দেওয়া তার এক পোস্টে প্রকাশ পেল সেই বেদনা।

২০২০ সালের ১৮ সেপ্টেম্বর গভীর রাতে রাজধানীর ল্যাবএইড হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান শেফালী বিশ্বাস। শোনা যায়, করোনায় আক্রান্ত ছিলেন তিনি।

সে সময় চিকিৎসকেরা জানান, তার ফুসফুসে পানি জমেছে। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে নেওয়া হয় এবং সেখানেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

এরপর থেকে প্রায় প্রতি বছর এই দিনে তিনি মাকে গভীরভাবে স্মরণ করেন। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে দেওয়া এক ফেসবুক পোস্টে অপু বিশ্বাস তার মায়ের সঙ্গে তোলা একটি পুরোনো ছবি শেয়ার করেন।

সেখানে অপু বিশ্বাস লেখেন, ‘আজকের দিনটা আমার কাছে শুধু একটা তারিখ নয়, এক বুক শূন্যতা। আজ ঠিক এই দিনে তোমাকে হারিয়েছিলাম, মা। তোমার অভাব প্রতিটি মুহূর্তে অনুভব করি।’

অপু বিশ্বাসের পোস্টে তার ভক্তরা সমবেদনা জানান; মন্তব্যঘরে চিত্রনায়িকার মায়ের আত্মার শান্তি কামনা করেন। 

ডিএ