স্ক্রিপ্ট জেনে তারপরই সিদ্ধান্ত— ‘ট্রাইব্যুনাল’ প্রসঙ্গে মৌসুমী হামিদ
সত্য ঘটনা অবলম্বনে আসছে নতুন চলচ্চিত্র ‘ট্রাইব্যুনাল’। নারী নির্যাতন, ন্যায়বিচারের লড়াই ও বিচারব্যবস্থার জটিল বাস্তবতা উঠে আসবে ছবিটিতে। ইতোমধ্যে প্রায় ৭৫ শতাংশ শুটিং শেষ হয়েছে। নির্মাতা রায়হান খান জানিয়েছেন, সবকিছু ঠিক থাকলে আগামী রোজার ঈদে ছবিটি মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে। এ ছবিতে অভিনয় করেছেন অভিনেত্রী মৌসুমী হামিদ।
সম্প্রতি এ নিয়ে একটি ইভেন্টে সাংবাদিকদের মুখোমুখি হন মৌসুমী হামিদ। তিনি জানান, গল্প শুনেই তিনি কাজটি করতে রাজি হয়ে যান। একজন প্রত্যক্ষদর্শীর চরিত্রে অভিনয় করেছেন তিনি, যিনি ঘটনাস্থলের নির্মমতা খুব কাছ থেকে দেখেছেন।
বিজ্ঞাপন
অভিনয় প্রসঙ্গে মৌসুমী হামিদ বলেন, “এই সিনেমায় যুক্ত হওয়ার বিষয়টি অনেক মজার ছিল। রায়হান (নির্মাতা) ভাইয়ের সাথে এই সিনেমার আর্টিস্টদের মধ্যে আমিই সবচেয়ে বেশি কাজ করেছি। মাঝে কিছুদিন যোগাযোগের বাইরে থাকলেও আমাদের কমিউনিকেশনে কোনো গ্যাপ ছিল না। অনেকদিন রায়হান ভাই এর সাথে কাজেও ছিলাম না, তাই আমারও অন্যরকম লাগছিল। কিন্তু আমি অত কাজ খুঁজি না; কম খুঁজি। আমি চাই, কাজ আমাকে খুঁজে নিক। ভালো গল্প, ভালো চরিত্র, এগুলোই আমাকে আকর্ষণ করে। ট্রাইব্যুনাল সিনেমা তেমনই একটি কাজ।”
বিজ্ঞাপন
অভিনেত্রী মৌসুমী হামিদ জানান, নির্মাতা (রায়হান ভাই) তাকে খুব সংক্ষেপে গল্পের কথা বলেছিলেন। যেহেতু রায়হান ভাইয়ের সঙ্গে তার কাজের পূর্ব অভিজ্ঞতা ভালো, তাই তিনি গল্প শুনেই বিশ্বাস করে কাজটিতে রাজি হয়ে যান।
তবে, অতীতে পরিচালকের ওপর বিশ্বাস রেখে কাজ করতে গিয়ে তাকে বেশ কিছু তিক্ত অভিজ্ঞতার মুখোমুখি হতে হয়েছে। বলেন, ‘আমার অনেক এক্সপেরিয়েন্স আছে। আমি হয়তো গল্প শুনে গেছি বিশ্বাস করে। ওরকম বিশ্বস্ত কেউ একজন ডিরেক্টর আমাকে হয়তো গল্প বলেছে একটা, কিন্তু আমি যখন সেটে গেছি, দেখি যে আসলে আমার ক্যারেক্টারের যে গুরুত্ব, আমাকে যে ইম্পর্টেন্স উনি বলেছে, সেটে যেয়ে দেখেছি যে আসলে এই ক্যারেক্টারটার অত ইম্পর্টেন্স নেই।’
তাই তিনি সরাসরি নির্মাতাকে বলেছেন, শুধু মুখে মুখে আশ্বাস (মাথায় আছে কিন্তু কাগজে লেখা নেই) চলবে না। তিনি কাজ করার আগে পুরো স্ক্রিপ্ট দেখতে চান। তার কথায়, “আমি রায়হান ভাইকে যেয়ে বলেছি, ‘খাতায় আছে মাথায় আছে/মাথায় আছে খাতায় নাই’ এই সব চলবে না। তুমি আমাকে ফুল স্ক্রিপ্ট দাও।”
মৌসুমী জানান, এরপর রায়হান ভাই তাকে ফুল স্ক্রিপ্ট দেন। স্ক্রিপ্ট পড়ার পর তিনি বলেন, “আমি পড়লাম। আমি যতটুকু ‘মনোয়ারা’কে ওখানে পেয়েছি, আমার মনে হয়েছে আমি আমার যা দরকার, যেটা আমি চাই, আমি অতটুকুর মধ্যে ওটা করতে পারবো। সো আই সেইড ইয়েস।”
উল্লেখ্য, মৌসুমী হামিদ ছাড়াও এই সিনেমায় অভিনয় করছেন নুসরাত ফারিয়া, যিনি একজন ব্যারিস্টারের চরিত্রে অভিনয় করবেন। এ ছাড়াও অভিনয়ে থাকছেন, তারিক আনাম খান, সাবেরী আলম, তানিয়া বৃষ্টি, সায়রা আক্তার জাহান, আদর আজাদ, শাহেদ আলী, মিলন ভট্টাচার্য, অশোক ব্যাপারী, রাকিব হোসেন ইভন এবং উপমা।
ডিএ