‘ঢাকা ড্রিম’ সিনেমায় ফজলুর রহমান বাবু

বাংলাদেশের সিনেমা ‘ঢাকা ড্রিম’ এবার অংশ নিচ্ছে টরন্টোর দক্ষিণ এশীয় চলচ্চিত্র উৎসবে। প্রসূন রহমান পরিচালিত সিনেমাটি এবারের উৎসবে জায়গা পাওয়া একমাত্র বাংলাদেশি সিনেমা। ‘ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অব সাউথ এশিয়া, টরন্টো’ (IFFSA Toronto) নামে পরিচিত কানাডার দ্বিতীয় বৃহত্তর এই উৎসবের এবারের আসর শুরু হবে আগামী ১২ আগস্ট। চলবে ২২ আগস্ট পর্যন্ত। 

এবারের আয়োজনে সত্যজিৎ রায়ের জন্মশতবর্ষ উদযাপন হচ্ছে বিশেষভাবে। তার একাধিক সিনেমা প্রদর্শনসহ জানানো হবে বিশেষ শ্রদ্ধাঞ্জলি। ট্রিবিউট পর্বে অংশগ্রহণ করছেন কুমার সাহানী, আদুর গোপালকৃষ্ণান, শাবানা আজমি এবং মনোজ বাজপেয়ীসহ দক্ষিণ এশিয়ার খ্যাতিমান আরও অনেকে।

উৎসবের নবম দিন ২০ আগস্ট সন্ধ্যা সাড়ে ছয়টায় প্রদর্শিত হবে ‘ঢাকা ড্রিম’। সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু।

নির্মাতা প্রসূন রহমান বলেন, ‘চলচ্চিত্রটি আন্তর্জাতিক উৎসবে প্রদর্শনের আগে বাংলাদেশে মুক্তির পরিকল্পনা থাকলেও করোনা পরিস্থিতির কারণে একাধিকবার তারিখ পরিবর্তিত হয়েছে।’  
উল্লেখ্য, এর আগে ২০১৬ ও ২০১৯ সালে একই উৎসবে প্রসূন রহমানের ‘সুতপার ঠিকানা’ এবং ‘জন্মভূমি’ সিনেমা দুটি প্রদর্শিত হয়।

আরআইজে