বাংলাদেশের ভূখণ্ডে নির্মিত প্রথম সবাক সিনেমা ‘মুখ ও মুখোশ’-এর অভিনেত্রী জহরত আরা মারা গেছেন। গত ১৯ জুলাই লন্ডনের একটি হোম কেয়ারে মৃত্যুবরণ করেন তিনি। তার পারিবারিক বন্ধু ফেরদৌস রহমান খবরটি গণমাধ্যমের কাছে নিশ্চিত করেছেন।

ফেরদৌস জানান, জহরত আরার বয়স হয়ছিল অন্তত ৮০ বছর। তিনি দীর্ঘ দিন ধরেই বার্ধক্যজনিত নানা সমস্যায় ভুগছিলেন।

জানা গেছে, জহরত আরার জন্ম ঢাকায়। পঞ্চাশের দশকে বেতার ও মঞ্চে অভিনয় করতেন তিনি। এছাড়া একজন অ্যাথলেটও ছিলেন গুণী এই নারী। সিনেমার পাশাপাশি ভাষা আন্দোলনেও ছিল তার ভূমিকা।

উল্লেখ্য, ‘মুখ ও মুখোশ’ সিনেমাটি মুক্তি পায় ১৯৫৬ সালের ৩ আগস্ট। এটি নির্মাণ করেছিলেন আব্দুল জব্বার খান। এতে জহরত আরা ছাড়াও অভিনয় করেছিলেন পূর্ণিমা সেন, সাইফুদ্দিন, বিনয় বিশ্বাস, ইনাম আহমেদ প্রমুখ। এই সিনেমার মাধ্যমেই দেশের সংস্কৃতিতে নতুন এক অধ্যায়ের সূচনা হয়েছিল।

কেআই