মাদকসহ গ্রেফতার হওয়ার পর চিত্রনায়িকা পরীমণি বর্তমানে ৪ দিনের রিমান্ডে রয়েছেন। তার মামলাটি তদন্ত করছে সিআইডি। এমন পরিস্থিতিতে তার সদস্যপদ সাময়িক স্থগিত করেছে চলচ্চিত্র শিল্পী সমিতি। শনিবার (৭ আগস্ট) বিকালে একটি সংবাদ সম্মেলনের মাধ্যমে এই সিদ্ধান্ত ঘোষণা করে সংগঠনটি।

এ সময় শিল্পী সমিতির নেতাদের সঙ্গে উপস্থিত ছিলেন অভিনেত্রী অঞ্জনা সুলতানাও। তিনি এই সমিতির কার্যনির্বাহী কমিটির সদস্য হিসেবে আছেন। সংবাদ সম্মেলনের এক পর্যায়ে তিনিও পরীমণির বিষয়ে বক্তব্য রাখেন।

অঞ্জনা বলেন, ‘আমাদের সবারই সতর্ক হয়ে চলা উচিত। শুধু পরীমণি কেন, আমাদের পৃথিবীতে যে অস্থিরতা চলছে, সেখানে সন্ধ্যার পর একটি মেয়ের একা ঘর থেকে বের হওয়াই তো বিপজ্জনক।’

পরীমণির ব্যক্তিগত অপরাধের জন্য শিল্পী সমিতি দায়ী নয় দাবি করে অঞ্জনা আরও বলে, ‘পরীমণি আমাদের মহিলা সদস্য। সে তো জানে, সে তো বাচ্চা না। সে সাত বছর ধরে ইন্ডাস্ট্রিতে আছে। তার ব্যক্তিগত জীবন দেখার দরকার নেই। সে ঘরের ভেতর কী করে, সেটা কিন্তু আমাদের দেখার বিষয় না। কিন্তু কোনো ব্যক্তিগত কাজ কিংবা কোনো অপরাধ জনসম্মুখে চলে আসে, তখনই সেটা শিল্পী সমিতির দেখার বিষয়।’

এর আগে গত জুন মাসে এক ব্যবসায়ীর বিরুদ্ধে ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগ তুলেছিলেন পরীমণি। সে সময় শিল্পী সমিতিকে তিনি পাশে পাননি বলে জানান নায়িকা। সেই প্রসঙ্গে অঞ্জনা বলেন, ‘এটা ভুল কথা। আমাদের সেক্রেটারি (জায়েদ খান) তাকে সমিতিতে একটি চিঠি দেওয়ার জন্য অনুরোধ করেছেন। কিন্তু তিনি তা অমান্য করে সংবাদ সম্মেলন করে ফেলেছেন। সেখানে তিনি কত ভুল তথ্য দিয়েছেন-সেটা আপনারা জানেন। এই প্রেক্ষিতে আমি বলব, ভবিষ্যতে যাতে আমাদের কোনো শিল্পী এই ভুল না করে-এটাই আমার অনুরোধ থাকবে।’

উল্লেখ্য, গত ৪ আগস্ট বিকালে বনানীতে পরীমণির বাসায় অভিযান চালায় র‍্যাব। প্রায় সাড়ে চার ঘণ্টার অভিযান শেষে বিপুল পরিমাণ মাদকসহ তাকে আটক করা হয়।

কেআই