লাখো বাঙালির প্রাণের নায়ক সালমান শাহর ২৫তম মৃত্যুবার্ষিকী আজ। ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর ঢাকার ইস্কাটনে নিজ বাসায় ফ্যানের সঙ্গে সালমান শাহ’র ঝুলন্ত লাশ পাওয়া যায়। এই দিনে সালমান শাহকে স্মরণ করছে গোটা ইন্ডাস্ট্রি ও সিনেমাপ্রেমী অগণিত মানুষ।

প্রয়াত এই নায়ককে নিয়ে স্মৃতিচারণ করেছেন তার সঙ্গে সবচেয়ে বেশি সিনেমায় জুটি হয়ে অভিনয় করা নায়িকা শাবনূরও।

গণমাধ্যমকে এই নায়িকা বলেন, ‘চলচ্চিত্রে জুটি হওয়ার পাশাপাশি যে মানুষটি ছিল বন্ধু, পরামর্শক, সমালোচক এবং ভালো কাজের অনুপ্রেরণাদাতা- সে একজনই, সালমান শাহ।’

শাবনূর বলেন, ‘দুই যুগ পরও চলচ্চিত্র অঙ্গনে তার শূন্যতা পূরণ হয়নি। হয়তো কোনোদিন হবেও না। তার কারণ, সালমান তার সময়ের চেয়ে নিজেকে এক ধাপ এগিয়ে রাখার চেষ্টা করত। যে জন্য অভিনয়ে বারবার নিজেকে ভেঙে নতুন রূপে পর্দায় তুলে ধারার চেষ্টা করেছে। সে কারণেই সালমান আজ চলে যাওয়ার ২৫ বছর পরও প্রাসঙ্গিক।’

তিনি আরও যোগ করেন, ‘ক্যারিয়ারের শুরুতে সর্বাধিক সিনেমায় তার সঙ্গে জুটি হওয়ার সুযোগ হয়েছে আমার। একসঙ্গে ১৪টি সিনেমায় জুটি হয়েছি আমরা। কিন্তু এই জুটি একদিন ভেঙে যাবে, তা স্বপ্নেও ভাবিনি। তার শূন্যতা আমার মতো সিনেমাপ্রেমী অনেকের মনে আজও আঁচড় কেটে যায়।’

উল্লেখ্য, মাত্র তিন বছরের ক্যারিয়ারে ২৭টি সিনেমায় অভিনয় করেছিলেন সালমান শাহ। তার অধিকাংশ সিনেমাই দর্শকনন্দিত এবং ব্যবসাসফল হয়েছিল। কিন্তু এই নায়কের অকাল মৃত্যু আজো মেনে নিতে পারেননি তার ভক্তরা।

আরআইজে