ফারুকীর পরিচালনায় ফারিয়া
দেশের খ্যাতনামা নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর পরিচালনায় নতুন একটি প্রোজেক্টে কাজ করেছেন চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। শনিবার (১৮ সেপ্টেম্বর) রাজধানীর বনানীতে হয়েছে এর চিত্রায়ন। তবে কোনো সিনেমা কিংবা ওয়েব সিরিজ নয়, ফারুকী-ফারিয়া এক হয়েছেন একটি বিজ্ঞাপনচিত্রের জন্য।
জানা গেছে, অনলাইনভিত্তিক নিত্যপ্রয়োজনীয় দ্রব্য সরবরাহকারী প্রতিষ্ঠান চালডালের জন্য নির্মিত হচ্ছে এই বিজ্ঞাপন। এর মাধ্যমে দ্বিতীয়বারের মতো একসঙ্গে কাজ করছেন তারা। দীর্ঘ ৭ বছর আগে ফারুকীর পরিচালনায় একটি মুঠোফোন সেবাদাতা প্রতিষ্ঠানের বিজ্ঞাপনে মডেল হয়েছিলেন ফারিয়া।
বিজ্ঞাপন
এ বিষয়ে নুসরাত ফারিয়া বলেন, ‘দীর্ঘ দিন পর ফারুকী ভাইয়ের সঙ্গে কাজ করতে পেরে ভালো লাগছে। এই বিজ্ঞাপনের ভাবনা, আয়োজন চমৎকার। আশা করছি দর্শকদের দারুণ লাগবে।’
করোনা মহামারির কারণে অনেক দিন ধরেই সিনেমার কাজ করেননি ফারিয়া। লকডাউন উঠে যাওয়ার পর পুনরায় লাইট-ক্যামেরার সামনে ফিরেছেন তিনি। কিছু দিন আগে দেশসেরা নায়ক শাকিব খানের সঙ্গে একটি বিজ্ঞাপনের মডেল হয়েছেন এ নায়িকা। শিগগিরই তিনি কলকাতার ‘বিবাহ অভিযান ২’ সিনেমার শুটিংয়ের জন্য উড়াল দেবেন বলে শোনা যাচ্ছে।
বিজ্ঞাপন
উল্লেখ্য, নুসরাত ফারিয়াকে সর্বশেষ দেখা গিয়েছে ‘শাহেনশাহ’ সিনেমায়। যেটি নির্মাণ করেছিলেন শামীম আহমেদ রনি। এতে তার নায়ক ছিলেন শাকিব খান। সিনেমাটি মুক্তি পেয়েছিল ২০২০ সালে।
কেআই/আরআইজে