এ প্রজন্মের চিত্রনায়ক জিয়াউল রোশান করোনভাইরাসে আক্রান্ত হয়েছেন। বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) তার শরীরে করোনা শনাক্ত হয়। খবরটি তিনি নিজেই গণমাধ্যমের কাছে নিশ্চিত করেছেন।

রোশান জানান, করোনাভাইরাসের উপসর্গ থাকায় সম্প্রতি তিনি পরীক্ষা করিয়েছেন। বৃহস্পতিবার সকালে রিপোর্ট হাতে পান। এতে কোভিড-১৯ পজিটিভ আসে। বর্তমানে নিজের বাসাতেই আইসোলেশনে রয়েছেন এ নায়ক।

গত কয়েক দিন ধরে রোশান ব্যস্ত ছিলেন তার নতুন সিনেমা ‘চোখ’-এর প্রচারণায়। কারণ সিনেমাটি শুক্রবার (১ অক্টোবর) মুক্তি পাচ্ছে। তবে শেষ দিনের প্রচারণা ও মুক্তির দিন থাকতে পারছেন না ভেবে মন খারাপ তার। সেই সঙ্গে ঘনিষ্ঠজনদের সতর্ক করে রোশান বলেন, ‘গত কয়েক দিনে যারা আমার সঙ্গে মিশেছেন, তারা সাবধানে থাকবেন।’

জানা গেছে, দেশের ৩৬টি সিনেমা হলে মুক্তি পাচ্ছে ‘চোখ’। করোনা মহামারি আসার পর থেকে এই প্রথম কোনো সিনেমা এত বেশি হলে মুক্তি পাচ্ছে। সিনেমাটিতে রোশানের সঙ্গে আরও অভিনয় করেছেন বুবলী ও নিরব।

এই সিনেমার গল্প আবর্তিত হয়েছে রহস্য ও রোমাঞ্চকর ঘটনা নিয়ে। সিনেমাটি পরিচালনা করেছেন আসিফ ইকবাল জুয়েল।

কেআই