জীবনের আঁকাবাঁকা পথে বারবার হোঁচট খেয়েছেন। এরপর আবার ঘুরে দাঁড়িয়েছেন। হার না মানা সেই মানবীর নাম পরীমণি। ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা। বর্তমানে সিনেমার কাজ নিয়ে পুরোদমে ব্যস্ত তিনি। হাতে রয়েছে একাধিক প্রজেক্ট।

সম্প্রতি পরীমণি যুক্ত হন ওয়েব ফিল্ম ‘কাগজের বউ’-এ। যেটি নির্মাণ করছেন চয়নিকা চৌধুরী। এতে চিত্রনায়ক ইমন ও অভিনেতা ডিএ তায়েবের সঙ্গে অভিনয় করেছেন নায়িকা।

আগে সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় ছিলেন পরীমণি। প্রায় প্রতিদিনই কোনো ছবি বা স্ট্যাটাস দিতেন। কিন্তু সম্প্রতি বেশ কিছু দিন নীরব ছিলেন। শুটিংয়ের সুবাদে আবারও ফেসবুকে অ্যাকটিভ হয়েছেন তিনি। দিয়েছেন একাধিক পোস্ট।

শুক্রবার (২৪ ডিসেম্বর) তিনটি ছবি পোস্ট করেছেন পরী। সেখানে তাকে সাদা রঙের শাড়ি পরিহিত অবস্থায় দেখা গেছে। তার চোখে-মুখে উচ্ছ্বল হাসি, আর কোলে রয়েছে পোষ্যপ্রাণী। ক্যাপশনে দিয়েছেন ইতিবাচক বার্তা। লিখেছেন, ‘শেষ হয়ে গেছে বলে কাঁদবেন না; হাসুন, কারণ এটা ঘটেছে।’

১৬ ঘণ্টায় পরীমণির পোস্টটিতে ৬৮ হাজারের বেশি রিঅ্যাকশন পড়েছে। তবে কমেন্ট অপশন তিনি বন্ধ করে রেখেছেন বিধায় কেউ মন্তব্য করতে পারেনি।

উল্লেখ্য, পরীমণি সম্প্রতি কাজ করেছেন ‘গুনিন’, ‘মুখোশ’ সিনেমায়। এছাড়া নতুন বছরে সম্পন্ন করবেন ‘প্রীতিলতা’ সিনেমার বাকি অংশের শুটিং।

কেআই/আরআইজে