বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) ঘোষণা করা হয়েছে এবারের একুশে পদকপ্রাপ্তদের নাম। এ বছর বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে দেশের ২৪ জন গুণীকে এই পদক দেওয়া হচ্ছে। সংস্কৃতি মন্ত্রণালয়ের উপসচিব বাবুল মিয়া স্বাক্ষরিত এক তালিকায় আজ তাদের নাম প্রকাশ করা হয়।

এরমধ্যে আছেন অভিনয়ে (শিল্পকলা) তিনজন। তারা হলেন প্রয়াত অভিনেতা খালেদ খান, মাসুম আজিজ ও আফজাল হোসেন।

আফজাল হোসেন রাষ্ট্রের অন্যতম এই পুরস্কারে ভূষিত হওয়ায় বেশ আনন্দিত ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান। সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে কিংবদন্তি আফজাল হোসেনকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান ‘কিং খান’।

পোস্টে শাকিব খান বলেন, ‘আমাদের অগ্রজ, গুণী অভিনয় শিল্পী আফজাল হোসেন এ বছর একুশে পদক পাচ্ছেন। অভিনয়কলায় তার এই প্রাপ্তি নিঃসন্দেহে দেশের প্রতিটি অভিনেতার জন্য বিশেষ উদযাপনের। ব্যক্তিগতভাবে চাইব, প্রিয় ব্যক্তিত্ব ও পরম শ্রদ্ধেয় আফজাল হোসেন আমাদের মাঝে আরও দীর্ঘদিন কাজ করুন। আগামী দিনে তার দুর্দান্ত কাজ দেখতে মুখিয়ে থাকব। তিনি সুস্থ থাকুন, তার দীর্ঘায়ু কামনা করি।’

তিনি আরও লেখেন, ‘একুশে পদক প্রাপ্তিতে তাকেসহ অভিনন্দন জানাই বাকি ২৩ গুণী মানুষকেও।’

আরআইজে