শুরু হয়েছে মাহে রমজান। পবিত্র এই মাসকে স্বাগমত জানিয়েছে বিখ্যাত সুপারহিরো কমিকস প্রতিষ্ঠান ডিসি। ড. ফেটের ছবি দিয়ে মুসলিম বিশ্বকে শুভেচ্ছা জানাল বিশ্বের অন্যতম এই প্রতিষ্ঠান।

১৩ এপ্রিল (মঙ্গলবার) ফেসবুক পেজ ও টুইটারে ডিসি কমিকস রমজানের শুভেচ্ছায় পোস্ট করে। এর পর থেকে কমেন্টস বাক্সে ভক্তদের প্রতিষ্ঠানটিকে ধন্যবাদ জানিয়ে মন্তব্য করেন। 

আমেরিকার অন্যতম বৃহৎ ও প্রাচীন কমিক বই প্রতিষ্ঠান ডিসি। এতে রয়েছে ব্যাটম্যান, সুপারম্যান, ওয়ান্ডার ওমেনসহ উল্লেখযোগ্য সব আইকনিক চরিত্রের সম্ভার। এছাড়া ডিসি কমিকসের নাম শোনলেই মনে পড়ে ডার্ক সাইড, লেক্স লুথার বা জোকারের মতো বিশ্বখ্যাত কাল্পনিক সুপারভিলেনদের, যারা সুপারহিরোদের ব্যর্থ করতে সবসময়ই প্রস্তুত। 

ডিসি কমিকসের বই বিপণনের কাজ করে থাকে র‍্যান্ডম হাউজ। অন্যদিকে ডাইমন্ড কমিক ডিস্ট্রিবিউটরস কমিকস শপ স্পেশালিটি মার্কেটে ডিসির বই সরবরাহ করে। ২০১৭ এর হিসাব অনুযায়ী আমেরিকার কমিক বই মার্কেটের প্রায় ৭০ শতাংশ ডিসি কমিকস ও ডিসির চিরপ্রতিদ্বন্দ্বী মার্ভেল কমিকস এর দখলে, গ্রাফিক নভেল বিক্রির হিসাব বাদ দিলে হিস্যার চিত্রটা ভিন্ন হতে পারে। 

উল্লেখ্য, ডিসি কমিকের রমজানের শুভেচ্ছা জানানো ঘটনার নতুন কিছু নয়। এর আগেও কয়েক বছর ধরে তারা নিয়মিত মুসলিমদের এই পবিত্র মাসকে স্বাগত জানায়। সেই ধারাবাহিকতা বজায় থাকল এবারও।