‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস’-এর নবম কিস্তি মুক্তি পাবে ২৫ জুন। সেই অপেক্ষায় রয়েছেন ভক্তরা। যদিও সিরিজের গত কিস্তি দর্শকদের মন জয় করতে ব্যর্থ হয়েছে। এরপর থেকেই প্রশ্ন উঠেছে, তাহলে কি সিরিজের জনপ্রিয়তা কমছে? কারণ সেদিকেই যাচ্ছে এই ফ্র্যাঞ্চাইজি।

জানা গেল, শেষ হতে যাচ্ছে ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস’-এর সিরিজ। তবে এখনই নয়। আরও দুটি কিস্তি ২০২৩ এবং ২০২৪ সালে মুক্তির পরই আর দেখা যাবে না এই জনপ্রিয় সিনেমা। আন্তর্জাতিক সংবাদমাধ্যম অ্যাসোসিয়েটেড প্রেসকে দেওয়া এক সাক্ষাৎকারে এই তথ্য জানান ভিন ডিজেল।

‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস’-এর প্রথম কিস্তি থেকে ‘ডমেনিক টোরেটো’ চরিত্রে পাওয়া যায় ভিন ডিজেলকে। এর কিস্তি শেষ হয়ে যাওয়া প্রসঙ্গে তিনি বলেন, ‘সিনেমাটি শেষ হোক সেটা ভক্তরা চান না। কিন্তু সব গল্পের শেষ থাকে। আমাদেরও সেটি মেনে নেওয়াই ভালো।’

উল্লেখ্য, বিশ্বের অনেক দেশে এরইমধ্যে ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস নাইন’ মুক্তি পেয়েছে। এখন পর্যন্ত এর আয় ২৫০ মিলিয়ন ডলারের বেশি। অন্যদিকে সিনেমাটি দেখার অপেক্ষায় রয়েছে উত্তর আমেরিকা, ভারত, ইউরোপসহ বেশ কয়েকটি দেশ।

এমআরএম