মার্কিন সংগীতশিল্পী শিল্পী ডলি পার্টনের অসুস্থতার খবরে রীতিমতো তোলপাড় সৃষ্টি হয় তার ভক্তমহলে। লাস ভেগাসে তার নির্ধারিত শো স্থগিত করার পর জল্পনা ছড়ায়, গুরুতর অসুস্থ এই শিল্পী। পরিস্থিতি আরও ঘনিয়ে ওঠে যখন গায়িকার ছোট বোন ফ্রিডা পার্টন সামাজিক মাধ্যমে তার জন্য প্রার্থনা চেয়ে পোস্ট দেন।

পরদিনই ফ্রিডা বিষয়টি পরিষ্কার করে জানান, ডলি গুরুতর অসুস্থ নন। তার ভাষায়, ‘আমি শুধু প্রার্থনার অনুরোধ জানিয়েছিলাম, কাউকে ভয় দেখাতে বা ব্যাপারটিকে বড় করে তুলতে চাইনি।’

এদিকে ডলি পার্টনের ম্যানেজারের পক্ষ থেকে জানানো হয়, গায়িকা কিডনি পাথরের সমস্যায় ভুগছেন এবং চিকিৎসার জন্য কিছু সময়ের বিশ্রাম প্রয়োজন। এ কারণেই তিনি লাস ভেগাসের ছয়টি শো স্থগিত করেছেন।

এর আগে শো বাতিলের ঘোষণা দিয়ে ডলি জানিয়েছিলেন, তিনি ‘স্বাস্থ্যগত চ্যালেঞ্জের’ মুখোমুখি এবং চিকিৎসা নিচ্ছেন। এই মন্তব্যের পরই নানা জল্পনা শুরু হয় তার শারিরীক অবস্থা নিয়ে।

তবে ম্যানেজমেন্ট ও পরিবারের ব্যাখ্যার পর পরিস্থিতি অনেকটা পরিষ্কার হয়েছে। ডলি জানিয়েছেন, তিনি এখনই অবসর নিচ্ছেন না; বরং সুস্থ হয়ে দ্রুতই মঞ্চে ফিরতে চান।

ডিএ