দেশের সরকারি-বেসরকারি ডেন্টাল কলেজ ও ডেন্টাল ইউনিটের ২০২১-২২ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এতে প্রথম স্থান অর্জনের মাধ্যমে দেশসেরা হয়েছেন নাসরিন সুলতানা ইভা নামের এক শিক্ষার্থী। তিনি ঢাকা মেডিকেল কলেজে পরীক্ষা দিয়েছেন।

রোববার (২৪ এপ্রিল) দুপুরে রাজধানীর মহাখালীতে স্বাস্থ্য অধিদপ্তরের পুরাতন ভবনের দ্বিতীয় আনুষ্ঠানিকভাবে এ ফলাফল প্রকাশ করা হয়।

ফলাফলে দেখা যায়, নাসরিন সুলতানা ইভা লিখিত পরীক্ষায় ৯৪ দশমিক ২৫ নম্বর পেয়েছেন। তার মোট প্রাপ্ত নম্বর ২৯৪ দশমিক ২৫।

ছেলেদের মধ্যে লিখিত পরীক্ষায় সর্বোচ্চ নম্বর প্রাপ্ত প্রার্থীর নম্বর ৯১ দশমিক ৭৫।

এতে দেখা যায়, পরীক্ষায় মোট আবেদনকারীর সংখ্যা ছিল ৬৫ হাজার ৯০৭ জন। পরীক্ষায় অংশগ্রহণ করেন ৫৩ হাজার ৮২ জন। অংশগ্রহণের হার ৮০ দশমিক ৫৪ শতাংশ। পরীক্ষায় পাস নম্বর পেয়েছেন ৩৯ হাজার ৩৯৫ জন।

পাসকৃতদের মধ্যে ছেলেদের সংখ্যা ১৩ হাজার ৭৪৯ জন, যা শতকরা বিবেচনায় ৩৪ দশমিক ৯০ শতাংশ। আর মেয়েদের মধ্যে পাসের সংখ্যা ২৫ হাজার ৬৪৬ জন, শতকরা বিবেচনায় ৬৫ দশমিক ১০ শতাংশ।

সরকারি ডেন্টাল কলেজে সুযোগ্য প্রাপ্ত ছেলেদের সংখ্যা ২৫৭ জন। যা শতকরা বিবেচনায় ৪৭ দশমিক ১৬ শতাংশ। সুযোগপ্রাপ্ত মেয়ে সংখ্যা ২৮৮ জন, শতকরা বিবেচনায় ৫২ দশমিক ৮৪ শতাংশ।

টিআই/এসএসএইচ