বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক ডা শারফুদ্দিন আহমেদ বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম না হলে বাংলাদেশ হতো না। আমাদের প্রত্যেকের উচিত সর্বক্ষেত্রে বঙ্গবন্ধুকে সম্মান দেখানো।  

রোববার (২৯ মে) রাতে ঢাকা ক্লাবে বাংলাদেশ রিউমাটোলজি সোসাইটির ১৪তম আন্তর্জাতিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

শারফুদ্দিন আহমেদ বলেন, আমরা বাঙালি এমন একটি জাতি, যা চাই তাই করতে পারি। তার প্রমাণ করোনাযুদ্ধ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা করোনাযুদ্ধে দক্ষিণ এশিয়ায় প্রথম এবং জাপানের একটি আন্তর্জাতিক সংস্থার জরিপে সারা বিশ্বে পঞ্চম হয়েছি।

তিনি বলেন, আমরা এক দিনে ১ কোটি ২০ লাখ লোককে টিকা দিয়ে রেকর্ড করেছি। আমাদের আমাদের গড় আয়ু ৩৭ বছর থেকে বেড়ে ৭৩ বছরে উন্নীত হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নানা পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে এসব সম্ভব হয়েছে।

বিএসএমএমইউ উপাচার্য বলেন, আমাদের স্পেশালিস্ট চিকিৎসকের সংখ্যা বাড়ছে। আমরা যেন জনগণকে সেবা দিতে পারি সেদিকে লক্ষ রাখতে হবে। জেলা পর্যায়ের হাসপাতাল ও জেলার মেডিকেল কলেজে রোগীরা যাতে সেবা পান, সেজন্য সেখানে বিশেষজ্ঞদের পদায়ন করতে হবে।

তিনি বলেন, বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে রিউমাটোলজি বিভাগকে ধন্যবাদ জানাই। তারা ইন্টারন্যাশনাল জার্নালে ও রিসার্চ ওয়ার্কে বেশি অংশ নেয়।  

বাংলাদেশ রিউমাটোলজি সোসাইটির সাধারণ অধ্যাপক ডা. আবু শাহীনের সঞ্চালনায় সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি অধ্যাপক ডা. সৈয়দ আতিকুল হক।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত চিকিৎসক ও জাতীয়  অধ্যাপক ডা. এবিএম আব্দুল্লাহ, বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টার কাউন্সিলের (বিএমডিসি) সভাপতি জাতীয় অধ্যাপক ডা. মাহমুদ হাসান, বাংলাদেশ ডায়াবেটিক সমিতির সভাপতি অধ্যাপক একে আজাদ খান, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন ও মহাসচিব অধ্যাপক ডা.  ইহতাশামুল হক চৌধুরী দুলাল প্রমুখ।

টিআই/আরএইচ