বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ বলেছেন, দেশে জন্মগত ত্রুটি নিয়ে বছরে প্রায় ৫ হাজার শিশু জন্ম নেয়। আর এসব শিশুদের নিয়ে তাদের বাবা-মায়েরা বিষণ্নতায় ভোগেন। দেশে জন্মগত ত্রুটিসম্পন্ন মানুষ অবহেলিত হয়ে থাকেন, অথচ তাদের চিকিৎসার মাধ্যমে স্বাভাবিক জীবনে ফেরানো সম্ভব।

বৃহস্পতিবার (৩০ জুন) বিএসএমএমইউতে বঙ্গবন্ধু পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ শেখ জামাল ফ্রি প্লাস্টিক সার্জারি ক্যাম্পের চিকিৎসা পরবর্তী মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

উপাচার্য বলেন, জন্মগত ত্রুটি সম্পন্ন শিশুদের অনেকে অর্থের অভাবে তাদের প্রিয় সন্তানের চিকিৎসা করাতে পারেন না। আবার অনেকে অর্থ থাকা সত্ত্বেও কোথায় এ সমস্যার চিকিৎসা পাবেন তা জানেন না।

শারফুদ্দিন আহমেদ বলেন, জন্মগত ত্রুটি মানুষের চিকিৎসা সেবার জন্য ফান্ড গঠন করা যেতে পারে। এ ফান্ডের আওতায় জেলা উপজেলায় এ ধরনের রোগীদের খুঁজে বের করে নির্দিষ্ট জায়গায় পাঠিয়ে চিকিৎসা সেবা দেওয়া যেতে পারে।

তিনি আরও বলেন, রোগীদের সুবিধার্থে বিশ্ববিদ্যালয়ের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিট, ভাস্কুলার সার্জারি বিভাগ, ফরেনসিক মেডিসিন বিভাগের উন্নয়ন কার্যক্রম জোরদার করছি।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান বলেন, বিশ্ববিদ্যালয়ের বর্তমান উপাচার্য অবহেলিত দিকগুলোকে গুরুত্ব দিচ্ছেন। জন্মগত ত্রুটি, শিশুদের জন্মগত হৃদরোগ চিকিৎসায় গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছেন। এছাড়াও নারী-পুরুষের বন্ধ্যত্ব নিরসনে বিশেষ উদ্যোগ নিয়েছেন।

ভুক্তভোগী শিশুদের অভিভাবকরা বলেন, আমরা বিভিন্ন জায়গায় ঘুরেও এ সেবা পাইনি। এখানে সেবা নিতে কোন অর্থ ব্যয় হয়নি। এজন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানাই।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সার্জারি বিভাগের চেয়ারম্যান ও উপ-উপাচার্য অধ্যাপক ডা. ছয়েফ উদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও ইউরোলজি বিভাগের অধ্যাপক ডা. মো. হাবিবুর রহমান দুলাল। এছাড়াও অনুষ্ঠানে বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি বিভাগের অধ্যাপক ডা. আইয়ুব  আলী একটি প্রেজেন্টেশন উপস্থাপন করেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ডা. স্বপন কুমার তপাদার উপস্থিত ছিলেন।

এর আগে সকালে বিশ্ববিদ্যালয়ের শহীদ ডা. মিলন হলে জন্মগত মুখমণ্ডলের বিকৃতি ও ত্রুটি, ঠোঁট কাটা ও তালু কাটা রোগীদের বিনামূল্যে সার্জারিসেবা দেওয়া হয়। এ সময় জানানো হয়, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে আগামীতে জাতির পিতার শাহাদাৎ বার্ষিকীতেও বিনামূল্যে সেবা দেওয়া হবে। এছাড়াও প্রতি তিন মাস অন্তর বিনামূল্যে এ সেবা দেওয়া হবে।

টিআই/আইএসএইচ