১ কোটি ৭১ লাখ টাকা অনুদান পেলেন ৪৭ গবেষক
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ৪৭ জন গবেষক ১ কোটি ৭১ লাখ ৫৭ হাজার টাকা অনুদান পেয়েছেন। বৃহস্পতিবার (৭ জুলাই) বিশ্ববিদ্যালয়ের শহীদ ডা. মিল্টন হলে আয়োজিত অনুষ্ঠানে বরাদ্দ দেওয়া অর্থের ৬০ শতাংশ হস্তান্তর করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ। এ সময় তিনি বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের গবেষকদের কাজ করার যথেষ্ট সুযোগ রয়েছে। গবেষণার কাজে বর্তমান প্রশাসন বরাদ্দ বাড়িয়েছে। প্রয়োজনে বরাদ্দ আরও বাড়ানো হবে। তবু গবেষকদের গবেষণা বৃদ্ধি পাক এটি প্রশাসন চায়।
বিজ্ঞাপন
তিনি বলেন, গবেষকদের জন্য বর্তমানে সর্বোচ্চ ১০ লাখ টকা বরাদ্দ করার বিধান রয়েছে। গবেষণার সুবিধার্থে আমরা এ সীমা বাড়ানোর বিষয়ে একাডেমিক কাউন্সিল, সিন্ডিকেটে সুপারিশ করব। আশা করি, রোগীদের সেবার কথা ভেবে সবাই তা অনুমোদন করবে।
গবেষকদের বরাদ্দ দেওয়া অর্থ ব্যয়ের বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়ে উপাচার্য বলেন, বরাদ্দ দেওয়া অর্থের যথাযথ ব্যবহার চাই। অর্থের সুষ্ঠু ব্যবহার করাও গবেষণার অন্যতম একটি কাজ। গবেষণা কাজ শেষে অর্থের হিসাবও জমা দিতে হবে।
বিজ্ঞাপন
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. জাহিদ হোসেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ডা. একেএম মোশাররফ হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান।
আরও উপস্থিত ছিলেন ডেন্টাল অনুষদের ডিন অধ্যাপক ডা. মোহাম্মদ আলী আসগর মোড়ল, সার্জারি অনুষদের ডিন অধ্যাপক ডা. মোহাম্মদ হোসেন, মেডিসিন অনুষদের ডিন অধ্যাপক ডা. মাসুদা বেগম, বেসিক সাইন্স ও প্যারা ক্লিনিক অনুষদের ডিন অধ্যাপক ডা. শিরিন তরফদার, নার্সিং অনুষদের ডিন অধ্যাপক ডা. দেবব্রত বনিক, শিশু অনুষদের ডিন অধ্যাপক ডা. শাহীন আকতার প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপ- রেজিস্ট্রার সহকারী অধ্যাপক ডা. হেলাল উদ্দিন।
টিআই/এসকেডি