বিদেশে চিকিৎসা নিতে ছুটির আবেদনকারী এক চিকিৎসককে দেশেই চিকিৎসা নেওয়ার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।

মঙ্গলবার (৮ নভেম্বর) মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব সুজিৎ দেবনাথ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এটি জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, স্বাস্থ্য অধিদপ্তরে ওএসডি হিসেবে থাকা ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজের ইউরোলজি বিভাগের অধ্যাপক ডা. মৃন্ময় বিশ্বাস কানের সমস্যায় ভুগছেন। উন্নত চিকিৎসার জন্য ভারতে যেতে গত ১২ সেপ্টেম্বর ১৫ দিনের ছুটির আবেদন করেছেন তিনি। এ অবস্থায় ডা. মৃন্ময় বিশ্বাসকে উপমহাদেশের প্রখ্যাত নাক, কান ও গলা বিশেষজ্ঞ অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্তের পরামর্শ নিতে অনুরোধ করা হলো।

টিআই/কেএ