মহান বিজয় দিবস উপলক্ষে প্রতি বছরের মতো এবারও দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালনা করবে ইনসাফ বারাকাহ কিডনি অ্যান্ড জেনারেল হাসপাতাল। ক্যাম্পে বিশেষজ্ঞ ডাক্তাররা বিনামূল্যে রোগীদের চিকিৎসা দেবেন। এ ছাড়া ডায়াবেটিক ও ব্লাডপ্রেসার চেকআপ ফ্রি করা হবে।

আগ্রহীদের ১৭ থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ৫টি পরীক্ষা (সিবিসি, ইউরিন আর/ই, আরবিএস, সিরাম ক্রিয়েটিনিন ও হোল অ্যাবডোমেন আল্ট্রাসনোগ্রাম) ১২০০ টাকায় করা যাবে। প্রয়োজনীয় অন্যান্য পরীক্ষা-নিরীক্ষায় ৫০ শতাংশ ছাড় দেওয়া হবে।

ডেন্টাল চেকআপ ফ্রি করা হবে এবং দাঁতের অন্য কোনো চিকিৎসার প্রয়োজন হলে ৫০ শতাংশ ছাড় (ম্যাটেরিয়ালস ছাড়া) থাকবে। বিশেষজ্ঞ সার্জন দ্বারা ৫ জন হতদরিদ্র পরিবারের শিশুর সুন্নাতে খৎনা (মুসলমানি) ফ্রি করা হবে। এ ছাড়া অন্যদের মেডিসিন ও পরীক্ষা নিরীক্ষা ছাড়া ৫০০০ টাকায় সুন্নাতে খৎনা করানো হবে।

আগ্রহীদের নিচের নম্বরে কল করে রোগীর নাম রেজিস্ট্রেশন করতে হবে। যোগাযোগের নম্বর : ০১৯৭৮০৯৮০৮৮, ০১৭১৬৩০৬৬৩১, ০৯৬১৩৪৪৫৫৪৪।

এমএ