দ্য ওয়ার্ল্ড একাডেমি অব সায়েন্সেসের ফায়জাহ এম আল-খারাফি পুরস্কারে ভূষিত হয়েছেন আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশ- আইসিডিডিআর,বির সিনিয়র সায়েন্টিস্ট ও প্রোগ্রাম অন ইমার্জিং ইনফেকশন্সের প্রধান ড. সায়েরা বানু। যক্ষ্মার ওপর তার গবেষণা এবং যক্ষ্মা নিয়ন্ত্রণে নীতি প্রণয়ন ও বাস্তবায়নে গবেষণালব্ধ ফলাফল কার্যকরভাবে ব্যবহারের জন্য তাকে এ পুরস্কার দেওয়া হচ্ছে বলে জানা গেছে।

বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আইসিডিডিআর,বি।

জানা গেছে, যক্ষ্মা বিষয়ক গবেষণায় ড. বানুর ৩০ বছরেরও বেশি সময়ের অভিজ্ঞতা রয়েছে এবং আইসিডিডিআর,বি-তে যক্ষ্মা গবেষণাগার প্রতিষ্ঠায় তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তার অনেক গবেষণার ফলাফল বাংলাদেশ সরকার গ্রহণ করেছে এবং যক্ষ্মা নিয়ন্ত্রণ ও ব্যবস্থাপনায় সহায়তা করার জন্য তাদের নীতি ও নির্দেশিকাতে অন্তর্ভুক্ত করেছে।

প্রসঙ্গত, দ্য ওয়ার্ল্ড একাডেমি অব সায়েন্সেসের ফেলো ফায়জাহ এম আল-খারাফির নামানুসারে বিজ্ঞানভিত্তিক ও প্রযুক্তিগত ক্ষেত্রে পিছিয়ে থাকা দেশগুলোর নারী বিজ্ঞানীদের অসামান্য অবদানের জন্য এ স্বীকৃতি দেওয়া হয়।

টিআই/এসএসএইচ/