রাজধানীর মুগদা মেডিকেল কলেজে নতুন অধ্যক্ষ হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা মেডিকেল কলেজের নিউন্যাটাল সার্জারি বিভাগের অধ্যাপক ডা. আব্দুল হানিফ টাবলু। তিনি সাবেক অধ্যক্ষ অধ্যাপক ডা. আবুল বাশার মো. জামালের স্থলাভিষিক্ত হয়েছেন।

রোববার (১ জানুয়ারি) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের যুগ্মসচিব মল্লিকা খাতুন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে। 
 
প্রজ্ঞাপনে বলা হয়েছে, পুনরাদেশ না দেওয়া পর্যন্ত বিসিএস (স্বাস্থ্য) ক্যাডার/স্বাস্থ্য সার্ভিসের কর্মকর্তা ঢাকা মেডিকেল কলেজের নিউন্যাটাল সার্জারি বিভাগের অধ্যাপক ডা. আব্দুল হানিফ টাবলুকে মুগদা মেডিকেল কলেজে অধ্যক্ষ হিসেবে বদলি/পদায়ন করা হলো।

জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

টিআই/জেডএস