দেশে প্রথম দাগবিহীন এন্ডোসকপি থাইরয়েড সার্জারি করেছেন রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের নাক কান গলা বিভাগের অধ্যাপক ডা. মাহবুব আলম। এ অস্ত্রোপচারের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন হাসপাতালটির আরেক অধ্যাপক ডা. এম এ মতিন।

সংশ্লিষ্টরা জানান, সাধারণ থাইরয়েড সার্জারি করলে ঘাড়ের সামনের দিকে ৪-৬ সেন্টিমিটার দাগ থাকে। তবে এই পদ্ধতির মাধ্যমে অস্ত্রোপচারে কোনো দাগ থাকবে না। ভেস্টিবুলার (ঠোঁটের নিচের অংশ) কেটে এ অস্ত্রোপচার করা হয়। এ পদ্ধতির মাধ্যমে ৮ সেন্টিমিটার পর্যন্ত আকৃতির থাইরয়েড টিউমার অপসারণ করা সম্ভব। অপারেশন-পরবর্তী জটিলতা ও ঝুঁকি কম এবং কণ্ঠস্বরও ভালো থাকে।

এ বিষয়ে অধ্যাপক ডা. মাহবুব আলম বলেন, এই দাগহীন অস্ত্রোপচারের কৌশল বিশ্বের বিভিন্ন দেশে জনপ্রিয় হয়ে উঠেছে। এ পদ্ধতিতে অস্ত্রোপচার হলে তিন মাসের মধ্যে দাগ সম্পূর্ণভাবে মিলিয়ে যায়। সিঙ্গাপুর, যুক্তরাষ্ট্র, থাইল্যান্ড, কোরিয়া, চীনসহ উন্নত অন্যান্য রাষ্ট্রে এ অপারেশন নিয়মিত হলেও বাংলাদেশে এবারই প্রথম করা হলো। এ পদ্ধতিতে এরই মধ্যে ছয় জনের অস্ত্রোপচার করা হয়েছে। তাদের সবাই সুস্থ রয়েছেন বলে জানান ডা. মাহবুব।

গলার সামনের দিকে প্রজাপতি আকৃতির গ্রন্থিটির নাম থাইরয়েড। মানুষের বৃদ্ধি, বিকাশ, শারীরবৃত্তিক আর বিপাকীয় নানা ক্রিয়া-প্রক্রিয়া সাধন করার জন্য এই গ্রন্থি থেকে নিঃসৃত থাইরয়েড হরমোন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বর্তমানে থাইরয়েড গ্রন্থির নানা সমস্যা বিশ্বে অন্যতম হরমোনজনিত সমস্যা হিসেবে চিহ্নিত। হরমোনজনিত রোগের ক্ষেত্রে ডায়াবেটিসের পরই এর অবস্থান। মূলত নারীরাই এই সমস্যায় বেশি ভুগে থাকেন।

এসআই/এসএসএইচ/