‘সবার জন‍্য স্বাস্থ্য’-এ প্রতিপাদ‍্যকে সামনে রেখে ল্যাব এইড ও স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ (এসইউবি) এর যৌথ উদ্যোগে এক বর্ণাঢ‍্য র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত হয়েছে। 

শুক্রবার (৭ এপ্রিল) বিকেলে এসইউবির ধানমন্ডির প্রধান ক্যাম্পাসের সামনে থেকে এসইউবির জনস্বাস্থ্য বিভাগের আয়োজনে র‌্যালি বের হয়ে ঝিগাতলা হয়ে আবার প্রধান ক্যাম্পাস এসে আলোচনা সভায় মিলিত হয়।  

প্রফেসর ডা. হাসনাত এম আলমগীরের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভার প্রতিপাদ্য বিষয় ছিলো ‘দূষণ এবং জনস্বাস্থ্য’। আলোচনায় বক্তব্য রাখেন ড. আইনুন নিসাত, প্রফেসর ডা. এ কে এম মোসাররফ হোসাইন, সাঈদা রিজওয়ানা হাসান। পুরো অনুষ্ঠান সঞ্চালনা করেন ডা. আবু জামিল ফয়সাল (প্রেসিডেন্ট, পাবলিক হেলথ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ)। 

অন‍্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন স্টেট হেলথ সায়েন্স কলেজের প্রিন্সিপাল, শিক্ষক, নার্সসহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীরা। এছাড়া এসইউবির শিক্ষক কর্মকর্তাসহ প্রায় ১৫০ জন শিক্ষার্থী আলোচনা সভায় উপস্থিত ছিলেন। 

জেডএস