জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও ঢাকা মেডিকেল কলেজসহ দেশের বিভিন্ন স্বাস্থ্য শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত পাঁচজন বিশেষজ্ঞ চিকিৎসককে তৃতীয় গ্রেডে অধ্যাপক হিসেবে পদোন্নতি দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।

বুধবার (৭ জুন) মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের উপ-সচিব (পারসোনেল-১) সারমিন সুলতানার সই করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

পদোন্নতি পাওয়া চিকিৎসকরা হলেন- জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের কার্ডিওভাস্কুলার সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. কাজী আবুল আজাদ, ভাস্কুলার সার্জারি বিভাগের ডা. আবুল হাসান মুহম্মদ বাশার, ঢাকা মেডিকেল কলেজের কার্ডিয়াক সার্জারি বিভাগের ডা. ইশতিয়াক আহমেদ, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের ডা. মনজিল আহম্মদ ও ফরেনসিক মেডিসিন বিভাগের ডা. সোহেল মাহমুদ।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, সুপিরিয়র সিলেকশন বোর্ডের (এসএসবি) সুপারিশের পরিপ্রেক্ষিতে বিসিএস স্বাস্থ্য ক্যাডার বা স্বাস্থ্য সার্ভিসের পাঁচ চিকিৎসককে জাতীয় বেতন স্কেল ২০১৫ এর গ্রেড-৩ টাকা ৫৬,৫০০-৭৪,৪০০ বেতনক্রমে নামের পাশে বর্ণিত বিষয়ে অধ্যাপক পদে পদোন্নতি প্রদান করে তাদের নামের পাশে বর্ণিত কর্মস্থলে বদলি ও পদায়ন করা হলো।

রাষ্ট্রপতির আদেশে এবং জনস্বার্থে এ আদেশ জারি করা হলো বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

টিআই/কেএ