সুপিরিয়র সিলেকশন বোর্ডের (এস.এস.বি) সুপারিশের পরিপ্রেক্ষিতে অধ্যাপক হিসেবে পদোন্নতি পেয়েছেন ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স অ্যান্ড হাসপাতালের বিশেষজ্ঞ চার চিকিৎসক।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের পারসোনাল-১ শাখার উপ-সচিব সারমিন সুলতানা স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়।

পদোন্নতি পাওয়া চিকিৎসকরা হলেন, ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স অ্যান্ড হাসপাতালের সহযোগী অধ্যাপক (নিউরোলজি) ডা. মো. তৌহিদুল ইসলাম, সহযোগী অধ্যাপক (নিউরোলজি) ডা. পরিতোষ কুমার সরকার, ডা. মোহাম্মদ শাহ্ জহিরুল হক চৌধুরী, সহযোগী অধ্যাপক (নিউরোলজি) ডা. আফজাল মমিন।

প্রজ্ঞাপনের তথ্য অনুযায়ী, বিসিএস (স্বাস্থ্য) ক্যাডার/স্বাস্থ্য সার্ভিসে কর্মরত এসব কর্মকর্তাকে জাতীয় বেতন স্কেল ২০১৫ এর গ্রেড-৩, ৫৬,৫০০-৭৪,৪০০ টাকা বেতনক্রমে নামের পার্শ্বে বর্ণিত বিষয়ে অধ্যাপক পদে পদোন্নতি প্রদানসহ নামের পাশে উল্লিখিত কর্মস্থলে বদলি বা পদায়ন করা হলো।

টিআই/এসকেডি