প্রাণঘাতী করোনাভাইরাস প্রতিরোধে সারাদেশে টিকা গ্রহীতার সংখ্যা দিন দিন কমছেই। গত ১৮ ফেব্রুয়ারি টিকা কার্যক্রম শুরুর ১১তম দিনে টিকা নিয়েছিলেন ২ লাখ ৬১ হাজার ৯৪৫ জন। এখন পর্যন্ত সেই সেই সংখ্যা কমতে কমতে পঞ্চাশ হাজারে নেমে এসেছে।

বুধবার (৩১ মার্চ) স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া সবশেষ তথ্য মতে, গত ২৪ ঘণ্টায় সারাদেশে ৫০ হাজার ৭৫২ জন টিকা নিয়েছেন। যাদের মধ্যে পুরুষ ২৯ হাজার ১৫৭ জন, আর নারী ২১ হাজার ৫৯৫ জন।

সন্ধ্যায় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (এমআইএস) অধ্যাপক ডা. মিজানুর রহমান এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

এর আগে গত ২৯ মার্চ টিকা নিয়েছেন ৫৬ হাজার ৪৩১ জন। ২৮ মার্চ নিয়েছেন ৫৮ হাজার ৪২৪ জন, ২৭ মার্চ ৬৫ হাজার ৩৬৮ জন। শুক্রবার (২৬ মার্চ) সরকারি ছুটির দিন থাকায় টিকাদান কর্মসূচি বন্ধ ছিল। তার আগের দিন বৃহস্পতিবার (২৫ মার্চ) ৭০ হাজার ৪০৭ জন এবং বুধবার (২৪ মার্চ) ৭৮ হাজার ৮১৭ জন টিকা নেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জাতীয় টিকাদান কর্মসূচিতে অংশ নিয়ে দেশে এ পর্যন্ত মোট টিকা নিয়েছেন ৫৩ লাখ ৭০ হাজার ৪৩১ জন। তাদের মধ্যে পুরুষ ৩৩ লাখ ৩৯ হাজার ২৯৮ জন এবং নারী ২০ লাখ ৩১ হাজার ১৩৩ জন। এখন পর্যন্ত তাদের মধ্যে পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিয়েছে ৯৩৩ জনের।

অধিদফতর জানায়, টিকা গ্রহণকারী মোট ৫৩ লাখ ৭০ হাজার ৪৩১ জনের মধ্যে ঢাকা বিভাগের আছেন ১৬ লাখ ৬১ হাজার ৫৫৭ জন, ময়মনসিংহ বিভাগের দুই লাখ ৬০ হাজার ৭৮৪ জন, চট্টগ্রাম বিভাগের ১০ লাখ ৮১ হাজার ১০৪ জন, রাজশাহী বিভাগের ছয় লাখ ১১ হাজার ৯২১ জন, রংপুর বিভাগের পাঁচ লাখ ৪৭ হাজার ৮৪৮ জন, খুলনা বিভাগের ছয় লাখ ৯৪ হাজার ২০ জন, বরিশাল বিভাগের দুই রাখ ৩৫ হাজার ৫১৮ জন, আর সিলেট বিভাগের আছেন দুই লাখ ৭৭ হাজার ৬৭৯ জন।

বুধবার (৩১ মার্চ) বিকেল সাড়ে ৫টা পর্যন্ত সারা দেশে টিকার জন্য নিবন্ধন করেছেন ৬৮ লাখ দুই হাজার ৪৪২ জন।

টিআই/এসএম