সারা দেশে ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে একদিনে (মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত) হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৭০ জন রোগী। এ সময় ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন করে আরও একজনের মৃত্যু হয়েছে।

বুধবার (৩ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমানে আক্রান্তদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৩২ জন আর ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৮ জন।

চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ৫৬১ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন আছেন। ঢাকার সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ২৫৯ জন এবং অন্যান্য বিভাগের বিভিন্ন হাসপাতালে ৩০২ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন।

আক্রান্তদের মধ্যে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৭৯ জন। ঢাকায় ১১৪ এবং ঢাকার বাইরে ২৬৫ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

২০২৩ সালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ১৭০৫ জন ও এ বছর এখন পর্যন্ত ২ জনের মৃত্যু হয়েছে।

পিএইচ