বিএসএমএমইউতে যক্ষ্মা বিষয়ক গবেষণার ওরিয়েন্টেশন প্রোগ্রাম
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) ডায়াগনোস্টিক ফর লিম্ফ নোড টিউবারক্লোসিস ইউজিং পোর্টেবল স্টেশন/মোবাইল টিবি ল্যাব শীর্ষক বহু দেশীয়, বহু সেন্টারভিত্তিক গবেষণা কার্যক্রমের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১১ জানুয়ারি) বিএসএমএমইউর সুপার স্পেশালাইজড হাসপাতালের লেকচার হলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিজ্ঞাপন
ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ।
অনুষ্ঠানে জানানো হয়, গ্লোবাল টিবি রিপোর্ট অনুযায়ী বাংলাদেশে এক্সট্রা পালমোনারি টিবির হার ১৮.২ শতাংশ এবং মৃত্যুহার ৩.৬ শতাংশ। এ ধরনের টিবি ডায়াগনোসিস যথেষ্ট চ্যালেঞ্জিং। এই গবেষণায় পোর্টেবল থার্মাল ইমেজিং এবং পকেট সাইজ আইএসও থার্মাল পিসিআর পদ্ধতিতে দ্রুত সময়ে লিম্প নোড টিবি ডায়াগনোসিস করা হবে। পোর্টেবল হওয়ার কারণে এই পদ্ধতি রিমোট সাইটেও স্ক্রিনিংয়ের জন্য ব্যবহার করা সম্ভব। এজন্য একে মোবাইল টিবি ল্যাব নামকরণ করা হয়।
বিজ্ঞাপন
এতে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ বহুদেশীয় ও বহুমাত্রিক গবেষণার জন্য গবেষকদের প্রশংসা করেন। গবেষকদের তিনি সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন। যা ভবিষ্যতে লিম্ফ নোড টিউবারক্লোসিস যুগান্তকারী ভূমিকা পালন করবে।
তিনি এ গবেষণায় কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারের জন্য গবেষকদের অভিনন্দন জানান। তিনি বলেন, এ ধরনের মৌলিক গবেষণা বিশ্ববিদ্যালয়ে মর্যাদা বৃদ্ধি করবে এবং দেশে যক্ষ্মা নির্মূলে সহায়তা করবে।
আরও পড়ুন
অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি অ্যান্ড ইমিউনোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. শাহেদা আনোয়ার, আইসিডিডিআরবির প্রধান গবেষক ইমিরেটাস সাইন্টিস্টস ডা. দিনেশ মন্ডল।
বিভাগটির সহযোগী অধ্যাপক ডা. শাহেদা আনোয়ার সাইট প্রিন্সিপাল ইনভিস্টেগেটর হিসেবে গবেষণার পটভূমি ও গবেষণা পদ্ধতি উপস্থাপন করেন।
সভায় সভাপতিত্ব করেন বেসিক সায়েন্স ও প্যারাক্লিনিক্যাল সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক ডা. আহমেদ আবু সালেহ। এতে আইসিডিডিআরবি- গবেষণার আর্থিক মূল্যায়ন ও এর ভবিষ্যৎ প্রজেক্ট রিসার্চ নিয়ে আলোচনা করেন ডা. ফারহানা রহমান লুবা। গবেষণা নিয়ে স্বাগত বক্তব্য রাখেন মেডিসিন বিভাগের অধ্যাপক ডা. সোহেল মোহাম্মদ আরাফাত।
এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ডা. মো. হাবিবুর রহমান দুলাল, রেজিস্ট্রার অধ্যাপক ডা. মোহাম্মদ হাফিজুর রহমান, হেমাটোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. সালাহউদ্দিন শাহ, প্যাথলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. জিল্লুর রহমান, অধ্যাপক ডা. শিরিন তরফদার, অটোল্যারিংলজি বিভাগের অধ্যাপক ডা. আজহারুল ইসলাম, সুপার স্পেশালাইজড হাসপাতালের ব্রিগেডিয়ার জেনারেল ডা. মো. আবদুল্লাহ আল হারুনসহ বিভিন্ন বিভাগের শিক্ষক, চিকিৎসক, রেসিডেন্টরা।
টিআই/পিএইচ