গ্লুকোমা সোসাইটির সভাপতি ডা. জাকিয়া, সেক্রেটারি সিদ্দিকুর
গ্লুকোমা সোসাইটির সভাপতি ডা. জাকিয়া, সেক্রেটারি সিদ্দিকুর
বাংলাদেশ গ্লুকোমা সোসাইটির নতুন এক্সিকিউটিভ কমিটি গঠন করা হয়েছে। কমিটির প্রেসিডেন্ট নিযুক্ত হয়েছেন আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ ও হাসপাতালের চক্ষু বিভাগের প্রধান অধ্যাপক ডা. জাকিয়া সুলতানা শহীদ। সেক্রেটারি জেনারেল হিসেবে মনোনীত হয়েছেন ভিশন আই হসপিটালের ডাইরেক্টর অধ্যাপক ডা. সিদ্দিকুর রহমান।
রোববার (২৮ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। এর আগে শনিবার ধানমন্ডির একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত সংগঠনের ১৫তম বার্ষিক সাধারণ সভায় ২০২৪-২৫ সালের জন্য নতুন কমিটি ঘোষণা করা হয়।
বিজ্ঞাপন
নবগঠিত কমিটির ট্রেজারার হিসেবে দায়িত্ব পালন করবেন ডা. রুহি মান্নান, জয়েন্ট সেক্রেটারি জেনারেল ডা. শাহনাজ বেগম, সাইন্টিফিক সেক্রেটারি ডা. রাশিদুল হাসান, অর্গানাইজিং সেক্রেটারি ডা. বিপুল কুমার দে সরকার, অফিস সেক্রেটারি ডা. মেহেজাবিন হক, পাবলিকেশন ও পাবলিসিটি সেক্রেটারি ডা. শামস মোহাম্মদ নোমান, এন্টারটেইনমেন্ট সেক্রেটারি ডা. হারুন উর রশিদ।
আরও পড়ুন
বিজ্ঞাপন
এছাড়াও ১৪ জন ইসি মেম্বার মনোনীত হয়েছেন। তারা হলেন- ডা. মো. কামরুল ইসলাম খান, অধ্যাপক ডা. শেখ মোহাম্মদ হোসেন, অধ্যাপক ডা. মো. মোশারফ হোসেন, ডা. শফিউল ইসলাম প্রধান, অধ্যাপক ডা. আবুল বাশার শেখ, অধ্যাপক ডা. জিয়াউল ইসলাম মোহাম্মদ আলী, অধ্যাপক ডা. মুনির হোসেন, ডা. সালমা পারভীন, অধ্যাপক ডা. এম হাফিজুর রহমান, ডা. এম এ করিম, ডা. আশরাফুল হক, অধ্যাপক ডা. মোহাম্মদ জাফরুল হাসান, ডা. মোহাম্মদ জাহাঙ্গীর কবির, ডা. মোহাম্মদ মনির হোসেন, ডা. এস এম রেজওয়ান রাজু।
প্রসঙ্গত, পূর্বের প্রেসিডেন্ট অধ্যাপক ডা. শফিকুর রহমান ও এডভাইজারগণ তাদের মূল্যবান মতামত দিয়ে নতুন কমিটির নাম ঘোষণা করেন। এ সময় এপিএওর প্রেসিডেন্ট প্রফেসর ডা. আভা হোসেন উপস্থিত থেকে নতুন কমিটিকে অভিনন্দন জানান।
টিআই/পিএইচ