ঢামেকের নতুন উপাধ্যক্ষ অধ্যাপক ডা. দেবেশ চন্দ্র
ঢাকা মেডিকেল কলেজের নতুন উপাধ্যক্ষ হয়েছেন অধ্যাপক ডা.দেবেশ চন্দ্র তালুকদার।
বুধবার রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব শারমিন ইয়াসমিন স্বাক্ষরিত এক আদেশে তাকে ঢামেকের উপাধ্যক্ষ করা হয়।
বিজ্ঞাপন
আদেশে বলা হয়েছে, ১৮ ফেব্রুয়ারির মধ্যে বদলি/পদায়নকৃত কর্মকর্তা নতুন কর্মস্থলের যোগদান করবেন। অন্যথায় ১৯ ফেব্রুয়ারি তাকে স্ট্যান্ড রিলিজ করা হবে। বদলি/পদায়নকৃত কর্মস্থলে যোগদানের ব্যর্থতায় সংশ্লিষ্ট কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে। জনস্বার্থে এই আদেশ অবিলম্বে কার্যকর করা হবে।
উল্লেখ্য, বর্তমানে অধ্যাপক ডা.দেবেশ চন্দ্র নাক কান গলা বিভাগে(ইএনটি) কর্মরত আছেন এবং তিনি ঢাকা মেডিকেল কলেজের শিক্ষক সমিতির সভাপতি দায়িত্ব পালন করছেন।
বিজ্ঞাপন
এসএএ/এমজে