করোনার অ্যান্টিজেন টেস্ট
ব্র্যাকের বুথে সোয়া ১ ঘণ্টায় ১২ নমুনা পরীক্ষা
করোনাভাইরাস শনাক্তে অ্যান্টিজেন পদ্ধতিতে টেস্ট কার্যক্রম শুরু করেছে ব্র্যাক। শনিবার (২৪ এপ্রিল) সকাল সাড়ে ৯টায় রাজধানীর মগবাজারের মধুবাগে আসাদুজ্জামান খান কামাল কমিউনিটি সেন্টারে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
উদ্বোধনের প্রথম দিন ১ ঘণ্টা ১৫ মিনিটে ১২টি নমুনা পরীক্ষা করা হয়েছে। তাৎক্ষণিকভাবে পাওয়া ছয়টি ফলাফলের মধ্যে একজনের পজিটিভ এসেছে।
বিজ্ঞাপন
ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন ব্র্যাক কোভিড-১৯ বুথের টেকনিক্যাল ম্যানেজার ডা. মিরানা জামান। তিনি জানান, সকাল সাড়ে ৯টা থেকে কার্যক্রম শুরু হয়ে ১০টা ৪৫ মিনিট পর্যন্ত মোট ১২টা নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৬টি নমুনার ফলাফল পাওয়া গেছে। যেখানে একজনের করোনা পজিটিভ এসেছে।
ডা. মিরানা জামান বলেন, প্রাথমিকভাবে ঢাকায় ১৫টি এবং চট্টগ্রামে ১৬টি বুথের মাধ্যমে এই কার্যক্রম শুরু হয়েছে। এই টেস্টের মাধ্যমে সর্বোচ্চ ৩০ মিনিটেই পরীক্ষার ফলাফল পাওয়া যাবে।
বিজ্ঞাপন
এর আগে শুক্রবার (২৩ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে ব্র্যাক জানায়, শনিবার থেকে বৃহস্পতিবার প্রতিদিন সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এই কার্যক্রম চলবে। প্রতিটি বুথে ১৫০টি করে নমুনা পরীক্ষা সম্ভব হবে। বাংলাদেশে করোনাভাইরাসের সংক্রমণ নতুন করে বৃদ্ধি পাওয়ায় করোনা পরীক্ষার কার্যক্রম বিস্তারের পরিকল্পনা করেছে ব্র্যাক। পর্যায়ক্রমে ঢাকায় ৩২টি এবং চট্টগ্রামে ৪টি বুথের মাধ্যমে অধিক সংক্রমণ এলাকায় করোনা পরীক্ষা করা হবে।
যেভাবে পাওয়া যাবে এ সুবিধা
নিবন্ধিত চিকিৎসকের পরামর্শে, অথবা করোনাভাইরাসের উপসর্গ, যেমন- জ্বর, সর্দি, কাশি, গলাব্যথা ও শ্বাসকষ্ট রয়েছে, এমন ব্যক্তি বা কোভিড-১৯ আক্রান্ত রোগীর সংস্পর্শে আসা যে কেউ নমুনা জমা দিতে পারবেন ব্র্যাকের বুথের মাধ্যমে।
অনলাইনে আবেদনের পর বুথে উপস্থিত হলে ব্র্যাক কর্মীরা রোগীর লক্ষণ এবং রোগের ইতিহাস জেনে কোন পদ্ধতিতে (অ্যান্টিজেন পদ্ধতি অথবা আরটি-পিসিআর) করোনা পরীক্ষা করা হবে তা নির্ধারণ করবেন। সাধারণত উপসর্গ থাকলে অ্যান্টিজেন পদ্ধতিতে পরীক্ষা করা হবে এবং পরীক্ষার ফলাফল পজিটিভ হলে ৩০ মিনিটের মধ্যে জানিয়ে দেওয়া হবে। পজিটিভ ফলাফল ৩-৪ ঘণ্টার মধ্যে ওয়েবসাইটে আপলোড করা হবে।
তবে উপসর্গ থাকা সত্ত্বেও কারও টেস্টের ফল যদি নেগেটিভ হয় তাহলে পুনরায় তার নমুনাটি আরটি-পিসিআর পদ্ধতিতে পরীক্ষা করা হবে (নমুনা একবারই নেওয়া হবে)।
ব্র্যাকের বুথের মাধ্যমে করোনা পরীক্ষার জন্য অবশ্যই প্রত্যেক সেবাগ্রহীতাকে অনলাইনে coronatest.brac.net - এই লিংকে গিয়ে নিবন্ধন করতে হবে এবং ডাক বিভাগের মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ‘নগদ’-এ ‘বিল পে’ অপশন-এর মাধ্যমে সরকার নির্ধারিত ১০০ টাকা ফি পরিশোধ করতে হবে।
অ্যান্টিজেন টেস্ট কী?
যুক্তরাষ্ট্রের জাতীয় রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ সংস্থার (সিডিসি) বরাত দিয়ে বিবিসি বাংলা অনলাইন জানায়, অ্যান্টিজেন টেস্ট মূলত শ্বাসযন্ত্রের সংক্রমণের ক্ষেত্রে, বিশেষ করে ইনফ্লুয়েঞ্জা ভাইরাস এবং শ্বাসযন্ত্রের অন্যান্য ভাইরাস শনাক্তের জন্য ব্যবহার করা হয়। এই টেস্টের মাধ্যমে বিশেষ ভাইরাল অ্যান্টিজেনের উপস্থিতি শনাক্ত করা হয়, যা ওই ভাইরাসে আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করে।
টিআই/এসকেডি