সিপিআর প্রশিক্ষণ পেলেন বসুন্ধরা সিটির ব্যবসায়ী ও দোকানিরা
হঠাৎ কারও কার্ডিয়াক অ্যারেস্ট হলে বা হৃদযন্ত্রের কার্যক্রম বন্ধ হয়ে গেলে সিপিআর দিয়ে মৃত্যুর পথ থেকে ফিরিয়ে আনা সম্ভব। প্রাথমিকভাবে কীভাবে সিপিআর দিতে হয় সে বিষয়ে বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সের ব্যবসায়ী এবং দোকানিদের হাতে-কলমে প্রশিক্ষণ দিয়েছে স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ)।
রোববার (১৭ মার্চ) দুপুর ১২টায় রাজধানীর বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সের গ্রাউন্ড ফ্লোরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে সিপিআর বিষয়ক এই সচেতনতামূলক প্রশিক্ষণের আয়োজন করা হয়।
বিজ্ঞাপন
বক্তারা বলেন, বসুন্ধরা শপিং কমপ্লেক্সে প্রতিদিন লাখো মানুষ শপিং করতে আসে। কেউ যদি হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়, আর বসুন্ধরা শপিংয়ের কর্মীরা যদি সিপিআর সম্পর্কে জানেন, তাহলে আক্রান্ত ব্যক্তিকে সহজেই বাঁচানো যাবে। এই লক্ষ্যেই স্বাধীনতা চিকিৎসক পরিষদ এই আয়োজন করেছে।
বিজ্ঞাপন
অনুষ্ঠানে জানানো হয়, সারা বিশ্বে মৃত্যুর প্রধান কারণ কার্ডিয়াক অ্যারেস্ট। বিশ্বব্যাপী প্রতি বছর লাখে ৫৫-১১৩ জন, মোট সাড়ে তিন লাখ থেকে সাত লাখ মানুষের মৃত্যু হয় কার্ডিয়াক অ্যারেস্টে। বাংলাদেশেও মৃত্যুর প্রধান কারণ কার্ডিয়াক অ্যারেস্ট। বাংলাদেশে প্রতি বছর মোট মৃত্যুর ২১ শতাংশ হয় কার্ডিয়াক অ্যারেস্টে। অধিকাংশ ক্ষেত্রে চিকিৎসকের কাছে যাওয়ার আগেই মস্তিষ্কের ক্ষতি হয়ে যায়।
এ সময় বক্তারা বলেন, কার্ডিয়াক অ্যারেস্টের শিকার ১০-১১ শতাংশ মানুষকে বাঁচানো সম্ভব যদি সময়মতো সিপিআর দেওয়া যায়। চিকিৎসকের পাশাপাশি একজন সাধারণ মানুষও বেসিক লাইফ সাপোর্ট দিয়ে রোগীকে কার্ডিয়াক অ্যারেস্টজনিত ক্ষতি থেকে রক্ষা করতে সহায়তা করতে পারেন। বিশ্বের অনেক দেশে রাস্তার নির্দিষ্ট স্থানে এইডি ডিভাইস থাকে, যা দিয়ে আরও বেশি কার্যকর সিপিআর দেওয়া যায়। যেখানে এই ডিভাইস নেই সেখানে হাসপাতালে নিয়ে অ্যাডভান্সড লাইফ সাপোর্ট দেওয়া যায়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ডা. সামন্ত লাল সেন। বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এবং বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্বাচিপ সভাপতি অধ্যাপক ডা. মো. জামাল উদ্দিন চৌধুরী। সঞ্চালন করেন স্বাচিপের ভারপ্রাপ্ত মহাসচিব অধ্যাপক ডা. সোহেল মাহমুদ।
টিআই/এসকেডি