বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) অধীন সুপার স্পেশালাইজড হাসপাতালে দ্রুত সময়ে দেশি-বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসক, প্রশিক্ষক নিয়োগের প্রক্রিয়া শুরু করতে সংশ্লিষ্টদের তাগিদ দিয়েছেন উপাচার্য অধ্যাপক ডা. দীন মোহাম্মদ নূরুল হক।

তিনি বলেন, দ্রুতই পূর্ণাঙ্গ রূপে চালু হতে যাচ্ছে সুপার স্পেশালাইজড হাসপাতাল। স্বল্প সময়ের মধ্যেই আমাদের সব প্রস্তুতি সম্পন্ন করতে হবে।

রোববার (১৪ এপ্রিল) বাংলা নববর্ষে সরকারি ছুটির মধ্যেও সুপার স্পেশালাইজড হাসপাতালের কার্যক্রম পরিদর্শন করেন উপাচার্য। এসময় সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের প্রস্তুতির নির্দেশনা দেন তিনি।

বিএসএমএমইউ একটি সূত্র জানিয়েছে, রোববার দুপুরে উপাচার্য দীন মুহাম্মদ নূরুল হক সুপার স্পেশালাইজড হাসপাতালের বিভিন্ন সেন্টার পরিদর্শন করেন এবং পরে পরিচালকের কক্ষে দীর্ঘক্ষণ বৈঠক করেন। বৈঠকে দ্রুত প্রয়োজনীয় সংখ্যক দেশি-বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসক, প্রশিক্ষক নিয়োগের বিষয়টি গুরুত্বের সঙ্গে আলোচিত হয়। সিনিয়র চিফ কনসালটেন্ট, চিফ কনসালটেন্ট, সিনিয়র কনসালটেন্ট, কনসালটেন্টের মতো প্রয়োজনীয় সংখ্যক নার্স নিয়োগ, ক্লিনার নিয়োগের বিষয়টিও আলোচিত হয়।

এছাড়াও বৈঠকে প্রয়োজনীয় সংখ্যক যন্ত্রপাতির ব্যবস্থা করা, উন্নতমানের ফার্মেসির ব্যবস্থা, কিচেন, ক্যান্টিনসহ নানাবিধ বিষয় আলোচিত হয়। আন্তর্জাতিক মান বজায় রেখে সুপার স্পেশালাইজড হাসপাতাল যাতে পূর্ণাঙ্গরূপে চালু করা যায় সে লক্ষ্যেই নববর্ষ ছুটির মাঝে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

পহেলা বৈশাখে উপাচার্য অধ্যাপক ডা. দীন মো. নূরুল হক মহোদয়ের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সুপার স্পেশালাইজড হাসপাতাল পরিদর্শনের সময় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ডা. এবিএম আব্দুল হান্নান, প্রক্টর অধ্যাপক ডা. মো. হাবিবুর রহমান দুলাল, হেমাটোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. সালাহউদ্দীন শাহ, পরিচালক (সুপার স্পেশালাইজড হাসপাতাল) ব্রিগেডিয়ার জেনারেল ডা. মো. আব্দুল্লাহ আল হারুন, অতিরিক্ত পরিচালক (হাসপাতাল) ডা. পবিত্র কুমার দেবনাথ, উপ-পরিচালক (সুপার স্পেশালাইজড হাসপাতাল) মো. শফিকুল ইসলাম, উপাচার্যের একান্ত সচিব মো. আমিনুল ইসলাম পলাশ প্রমুখ উপস্থিত ছিলেন।

টিআই/এসকেডি