বিএমইউ
রেসিডেন্সি-নন রেসিডেন্সি সংস্কার : অধিকাংশ দাবির সঙ্গেই একমত ভিসি
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) রেসিডেন্ট ও নন-রেসিডেন্ট চিকিৎসকদের সাত দফা দাবির সঙ্গে একাত্মতা পোষণ করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম। তিনি জানান, আন্দোলনকারীদের বেশিরভাগ দাবির বিষয়ে তিনি একমত এবং কিছু দাবি এরইমধ্যে বাস্তবায়নের প্রক্রিয়ায় রয়েছে।
শনিবার (১৯ এপ্রিল) সকাল থেকে বাংলাদেশ মেডিকেল কমিউনিটির ব্যানারে বিশ্ববিদ্যালয়ের বটতলায় প্রতীকী কর্মবিরতি ও মানববন্ধনে অংশ নেন বিএমইউতে প্রশিক্ষণরত রেসিডেন্ট ও নন-রেসিডেন্ট চিকিৎসকরা। এ সময় তারা সাত দফা দাবি তুলে ধরেন, যার মধ্যে রয়েছে প্রশিক্ষণ ও কাজের পরিবেশ উন্নয়ন, পর্যাপ্ত নিরাপত্তা, ন্যায্য সম্মানী ও লাইব্রেরিসহ একাডেমিক সুবিধা নিশ্চিত করার বিষয়।
বিজ্ঞাপন
আন্দোলনকারীদের একটি প্রতিনিধিদল পরে উপাচার্য অধ্যাপক ডা. মো. শাহিনুল আলমের সঙ্গে সাক্ষাৎ করে দাবি বাস্তবায়নের অনুরোধ জানান। ভিসি তাদের আশ্বস্ত করে বলেন, আমি আন্দোলনকারী চিকিৎসকদের দাবি বুঝতে পারছি। বেশিরভাগ দাবির সঙ্গে আমি একমত। এরইমধ্যে কয়েকটি বিষয়ে প্রশাসনিক কার্যক্রম শুরু হয়েছে।
পরে আন্দোলনকারী চিকিৎসকরা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি অধ্যাপক ডা. মুজিবুর রহমান হাওলাদারের সঙ্গে সাক্ষাৎ করেন। তারা সেন্ট্রাল লাইব্রেরি ২৪ ঘণ্টা খোলা রাখা অথবা অন্তত রাত ১১টা পর্যন্ত চালু রাখার দাবি জানান। এছাড়া লাইব্রেরি ফি এক হাজার টাকার মধ্যে সীমিত রাখার প্রস্তাবও দেন তারা। প্রো-ভিসি তাদের আশ্বস্ত করেন, এসব দাবির যৌক্তিকতা রয়েছে এবং যথাসময়ে বাস্তবায়নের পদক্ষেপ নেওয়া হবে।
বিজ্ঞাপন
চিকিৎসকদের আন্দোলনটি বর্তমানে শান্তিপূর্ণ থাকলেও দাবি বাস্তবায়নে বিলম্ব হলে বৃহত্তর কর্মসূচির হুঁশিয়ারিও দিয়েছেন সংশ্লিষ্টরা।
টিআই/জেডএস