চট্টগ্রামে আরও একজনের শরীরে করোনা শনাক্ত
চট্টগ্রামে আরও একজনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। বুধবার (১১ জুন) জেলা সিভিল সার্জনের কার্যালয় এ তথ্য জানায়। এর আগে গতকাল মঙ্গলবার তিনজনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছিল।
চট্টগ্রামের সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম জানান, ২৭ বছর বয়সী এক পুরুষের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। তার নমুনা নগরের একটি বেসরকারি ডায়গনস্টিক সেন্টারে পরীক্ষা করা হয়েছে। আক্রান্ত ব্যক্তি নগরের বাসিন্দা।
বিজ্ঞাপন
সিভিল সার্জনের কার্যালয় জানায়, চট্টগ্রামে কয়েকদিনে মোট ৪ জন কোভিড পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছে। তাদের মধ্যে দুজন নারী এবং দুজন পুরুষ। এছাড়া আক্রান্তদের তিনজন নগরের বাসিন্দা এবং আরেকজন মীরসরাই উপজেলার বাসিন্দা।
আরও পড়ুন
বিজ্ঞাপন
চট্টগ্রামের ডেপুটি সিভিল সার্জন ডা. মোহাম্মদ তৌহিদুল আনোয়ার ঢাকা পোস্টকে বলেন, চট্টগ্রামে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বাড়ছে। ঢাকার নির্দেশনা মোতাবেক আমরা নমুনা পরীক্ষা করছি। আক্রান্তদের পর্যবেক্ষণে রেখেছি। জনসাধারণ বিশেষ করে যারা ৬৫ বছরের বেশি বয়সী তাদের প্রতি আমাদের পরামর্শ হলো, নিজেদের সুরক্ষার জন্য মুখে মাস্ক ব্যবহার করতে হবে।
এমআর/এসআইআর